টস জিতে ব্যাটিংয়ে মোস্তাফিজের রাজস্থান

ক্রীড়া ডেস্ক, ঢাকাটাইমস
  প্রকাশিত : ২৭ সেপ্টেম্বর ২০২১, ১৯:৫৮
অ- অ+

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের(আইপিএল) একমাত্র ম্যাচে সানরাইজার্স হায়দরাবাদের বিপক্ষে টস জিতে প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নিয়েছেন রাজস্থান রয়্যালসের অধিনায়ক সাঞ্জু স্যামসন। ফলে কিছুক্ষণের মধ্যেই ব্যাট করতে নামবে মোস্তাফিজুর রহমানের দল।

অন্যান্য দিনের মতো আজও একাদশে জায়গা করে নিয়েছেন কাটার মাস্টার মোস্তাফিজ। এছাড়া একাদশে ফিরেছেন ভারতীয় পেসার জয়দেব উনাদকাট।

পয়েন্ট টেবিলে হায়দরাবাদের চেয়ে ভালো অবস্থানে রয়েছে রাজস্থান। ৯ ম্যাচে ৮ পয়েন্ট নিয়ে টেবিলের ছয় নম্বরে অবস্থান করছে মোস্তাফিজের দল। অন্যদিকে সমান ম্যাচে মাত্র একটিতে জিতে ২ পয়েন্ট নিয়ে তলানিতে রয়েছে একবারের চ্যাম্পিয়নরা। তাই প্লে অফপর্বে তাদের যাওয়ার সুযোগ নেই বললেই চলে। অন্যদিকে আজ জিতলেই সেরা চারে উঠে আসবে রাজস্থান।

রাজস্থান একাদশ

জশস্বী জাসওয়েল, এভিন লুইস, সঞ্জু স্যামসন (অধিনায়ক), লিয়াম লিভিংস্টোন, মহিপাল লমরর, রিয়ান পরাগ, রাহুল তেয়াতিয়া, ক্রিস মরিস, চেতন সাকারিয়া, জয়দেব উনাদকাত, মোস্তাফিজুর রহমান।

হায়দরাবাদ একাদশ

জেসন রয়, ঋদ্ধিমান সাহা, কেন উইলিয়ামসন, প্রিয়াম গার্গ, অভিষেক শর্মা, আবদুল সামাদ, জেসন হোল্ডার, রশিদ খান, ভুবনেশ্বর কুমার, সিদ্ধার্থ কাউল, সন্দ্বীপ শর্মা।

(ঢাকাটাইমস/২৭সেপ্টেম্বর/এমএম)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
নবী মুহাম্মদ (সা.)-কে নিয়ে কার্টুন প্রকাশের অভিযোগে তুরস্কে সংঘর্ষ, গ্রেপ্তার ৪ জন
২০২৪-২৫ অর্থবছরের শেষ দিনে রেকর্ড রিজার্ভ
কামরাঙ্গীরচরে রকি হত্যা মামলার দুই আসামি গ্রেপ্তার
পড়াশোনা ও গবেষণাকে রাজনৈতিক দলাদলির বাইরে রাখতে চাই: ঢাবি উপাচার্য
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা