টেকনাফে ক্রিস্টাল মেথসহ রোহিঙ্গা আটক

কক্সবাজার প্রতিনিধি, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ০১ অক্টোবর ২০২১, ১৮:৩৬

কক্সবাজারের টেকনাফ পৌর এলাকায় অভিযান চালিয়ে তিন কেজি ক্রিস্টাল মেথ আইসসহ মাদক কারবারি চক্রের এক রোহিঙ্গাকে আটক করেছে র‌্যাব-১৫।

সূত্র জানায়, শুক্রবার বিকাল সাড়ে ৩টার দিকে কক্সবাজার র‌্যাব-১৫ (সিপিসি-১) টেকনাফ ক্যাম্পের আভিযানিক দল গোপন সংবাদে টেকনাফ পৌরসভাস্থ অলিয়াবাদ শাপলা চত্বরের সামনে আল মদিনা গ্লাস এন্ড হার্ডওয়্যারের সামনে প্রধান সড়কে অভিযানে যায়। এসময় র‌্যাবের উপস্থিতি টের পেয়ে পালিয়ে যাওয়ার সময় ধাওয়া করে জনৈক জহুর উদ্দিনের ভাড়া বাসায় অবস্থানকারী রোহিঙ্গা আব্দুল লফিতকে একটি শপিং ব্যাগসহ আটক করে। পরে উপস্থিত সকলের সামনে ব্যাগটি তল্লাশি করে তিন কেজি ক্রিস্টাল মেথ আইস পাওয়া যায়।

কক্সবাজার র‌্যাব-১৫ এর সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া এন্ড অপারেশন্স) সিনিয়র এএসপি আব্দুল্লাহ মোহাম্মদ শেখ সাদী জানান, সংশ্লিষ্ট আইনে নিয়মিত মামলা দায়েরের পর জব্দকৃত ক্রিস্টাল মেথ আইসসহ আটক কারবারিকে টেকনাফ মডেল থানায় সোপর্দ করা হয়েছে।

(ঢাকাটাইমস/১অক্টোবর/পিএল)

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিরোনাম :