চাঁদপুরে পানিতে ডুবে আপন ভাই-বোনের মৃত্যু

চাঁদপুর প্রতিনিধি, ঢাকা টাইমস
  প্রকাশিত : ১৪ জুন ২০২৪, ২১:৪১| আপডেট : ১৪ জুন ২০২৪, ২২:০৯
অ- অ+
নিহত শিশু ফাইজা ও ওমর ফারুক

চাঁদপুরের হাজীগঞ্জে পুকুরে ডুবে ফাইজা (৮) ও ওমর ফারুক (৬) নামে আপন ভাই-বোনের মৃত্যু হয়েছে।

শুক্রবার দুপুরে উপজেলার দ্বাদশ গ্রাম ইউনিয়নের কীর্তনখোলা গ্রামের বড় বাড়িতে এই দুর্ঘটনা ঘটে। দুই ভাইবোন পুকুরে গোসল করতে নেমেছিল।

শিশু ফাইজা ও ওমর ফারুক ওই বাড়ীর কামাল হোসেনের সন্তান। ফাইজা স্থানীয় একটি মাদরাসায় তৃতীয় শ্রেণিতে এবং ওমর ফারুক প্রাথমিক বিদ্যালয়ের প্রথম শ্রেণিতে পড়তো।

ফাইজা-ওমরের বাবা কামাল হোসেন পেশায় শিক্ষক। তার বন্ধু তুহিন হায়দার জানান, ‘দুপুরের দিকে সবার অগোচরে শিশু দুটি বাড়ির পুকুরে নেমে নিখোঁজ হয়। পরে খোঁজ পেয়ে ডুবে যাওয়া দুই শিশুকে পুকুরের পানি থেকে উদ্ধার করে হাজীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আনা হয়। সেখানে চিকিৎসক দুই শিশুকে মৃত ঘোষণা করেন।’

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক ডা. ফারহানা হোসেন বলেন, ‘দুই শিশুকে হাসপাতালে আনার আগেই তাদের মৃত্যু হয়েছে।’

হাজীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ আব্দুর রশিদ বলেন, ‘কোনো ধরণের অভিযোগ না থাকায় পরিবারের আবেদনের প্রেক্ষিতে দুই শিশুর মরদেহ হস্তান্তর করা হয়েছে।’

(ঢাকাটাইমস/১৪জুন/প্রতিনিধি/এসআইএস)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
সচিবালয় ও যমুনার আশপাশে সভা-সমাবেশে  নিষেধাজ্ঞা
জেডআরএফ’র ভারপ্রাপ্ত নির্বাহী পরিচালক অধ্যাপক মোর্শেদ
শ্রীপুরে ফুটবল খেলা নিয়ে দ্বন্দ্বে ছুরিকাঘাতে স্কুলছাত্র খুন
ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউটে দুপক্ষের সংঘর্ষ, পুলিশের এসি-ওসিসহ আহত ১০
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা