ফের জাতীয় দ্বীনি মাদ্রাসা শিক্ষাবোর্ডের সভাপতি ফরীদ উদ্দীন মাসঊদ

ঢাকাটাইমস ডেস্ক
  প্রকাশিত : ০২ অক্টোবর ২০২১, ১৯:২৮
অ- অ+
ফাইল ছবি

জাতীয় দ্বীনি মাদ্রাসা শিক্ষাবোর্ড বাংলাদেশের প্রথম কাউন্সিল অনুষ্ঠিত হয়েছে। এই কাউন্সিলে বোর্ডের সভাপতি পদে পুনঃনির্বাচিত হয়েছেন জামিআ ইকরা বাংলাদেশ, ঢাকার মহাপরিচালক আল্লামা ফরীদ উদ্দীন মাসঊদ।

শনিবার (২ অক্টোবর) রাজধানীর জামিয়া ইকরা বাংলাদেশে বোর্ডটির প্রথম কাউন্সিল অনুষ্ঠিত হয়।

কাউন্সিলের মাধ্যমে বোর্ডের উপদেষ্টা পদের দায়িত্ব পেয়েছেন চারজন। তারা হলেন- দারুল উলুম আযমিয়া, বনশ্রীর সিনিয়র মুহাদ্দিস মাও. আসআদ আল হুসাইনি, দিনাজপুর হিলি মাদ্রাসার মাও. শামসুল হুদা খান, তেজগাঁও রেলওয়ে মাদ্রাসা মাও. মুজিবুর রহমান, ঢাকা সাভারের মাও. দেলোয়ার হুসাইন সাইফী।

সিনিয়র সহ-সভাপতি হিসেবে দায়িত্ব পেয়েছেন দারুল উলুম আযমিয়া, ঢাকার মুহতামিম, মাও. ইয়াহইয়া মাহমুদ ও জামিয়া ইসলামিয়া আশরাফুল উলুম, খুলনার মুহতামিম মুফতি আবুল কাসেম।

সহসভাপতি করা হয়েছে ছয়জনকে। তারা হলেন- জামিয়া শায়েখ যাকারিয়া, দক্ষিণখান, ঢাকার মুহতামিম ড. মাও. মুশতাক আহমদ। নশাসন ইসলামিয়া কওমি মাদ্রাসা, শরীয়তপুরের মুহতামিম মাও. আব্দুল বাতেন ফরিদী, কিশোরগঞ্জের আলহাজ্জ শামসুদ্দীন ভূইয়া জামেয়া ইসলামিয়ার মুহতামিম মাও. হিফজুর রহমান খান, জামিআ আরাবিয়া খাদিজাতুল কুবরা, খুলনার মুহতামিম মুফতী মুমতাযুল করীম, জামেয়া ইসলামিয়া হেমায়েতুল ইসলাম সিলেটের মুহতামিম মাও. ক্বারী শামসুল হক, জামিআ কাসেমিয়া ধনতলার মুহতামিম মাও. হুসাইন আহমদ।

জাতীয় দ্বীনি মাদ্রাসা শিক্ষাবোর্ড বাংলাদেশের প্রথম কাউন্সিলে বোর্ডটির মহাসচিব হিসেবে পুনরায় দায়িত্ব পেয়েছেন আল জামিআতুল ইসলামিয়া ইদারাতুল উলুম, ঢাকার মুহতামিম মুফতি মোহাম্মাদ আলী।

এছাড়া সহকারী মহাসচিব হিসেবে দায়িত্ব পেয়েছেন চারজন। তারা হলেন-

জামিআ আশরাফিয়া খাগডহর, ময়মনসিংহের মুহতামিম মুফতি তাজুল ইসলাম কাসেমী, জামিআ ইসলামিয়া ভাসানটেক, ঢাকার মুহতামিম মাও. শাহাদাত হুসাইন, জামিআ আশরাফিয়া নূরেরচালা, ঢাকার মুহতামিম মাওলানা আবদুল আলীম ফরিদী, মাদরাসাতুউসমান বিন আফফানের মুহতামিম মাও. শরফুদ্দীন।

কাউন্সিলে সাংগঠনিক সম্পাদক হিসেবে দায়িত্ব পেয়েছেন জামিআ মাদানিয়া আসআদুল উলুম, খুলনার মুহতামিম মাও. ইমদাদুল্লাহ কাসেমী, সহসাংগঠনিক সম্পাদক পদে দায়িত্ব পেয়েছেন ইকরা তাহফীজুল কুরআন বাংলাদেশ, ঢাকার মুহতামিম মাও. সদরুদ্দীন মাকনুন।

অর্থ সম্পাদকের দায়িত্ব পেয়েছেন তাকওয়া মাদরাসা ও এতিমখানা, ঢাকার মুহতামিম মাও. আবদুর রহীম কাসেমী।

শিক্ষা বিষয়ক সম্পাদক হিসেবে দায়িত্ব পেয়েছেন জামিআ ইকরা বাংলাদেশ, ঢাকার মুহতামিম মাও. আরিফ উদ্দীন মারুফ।

প্রচার সম্পাদক হিসেবে দায়িত্ব পেয়েছেন আয়শা সিদ্দীকা মহিলা মাদরাসা সিলেটের মুহতামিম মাও. মুখলিছুর রহমান।

প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক হিসেবে দায়িত্ব পেয়েছেন রওজাতুল বানাত মহিলা মাদরাসা, গাজীপুরের মুহতামিম মাও. আতিকুর রহমান।

তাহফীজ বিষয়ক সম্পাদক হয়েছেন আল কারীম ইন্টারন্যাশনাল মাদ্রাসা, ঢাকার মুহতামিম হাফেজ মাওলানা আবদুর রহমান।

এছাড়া জাতীয় দ্বীনি মাদ্রাসা শিক্ষাবোর্ড বাংলাদেশের সদস্য পদে রয়েছেন জামিআ ইসলামিয়া নূরুল উলূম কুলিয়ারচরের মুহতামিম মাও. আবদুল কাইয়্যুম খান। জামিআতুস সাহাবা বাগেরহাটের মুহতামিম মাও. আবুবকর। জামিআ হানিফিয়া বাঘিবাড়ী, নরসিংদীর মুহতামিম মাও. শওকত আলী কাসেমী। জামিয়াতুল ইসলাহ আল মাদানিয়া, কিশোরগঞ্জ-এর মুহতামিম মাও. সাঈদ নিজামি। জামেয়া হাফসা রা মহিলা মাদরাসা, খুলনার মুহতামিম মাও. মোজাফ্ফর হুসাইন। জামেয়া তৈয়বা (পুরুষ মহিলা) খুলনার মুহতামিম, মাও. মফিজুউল্লাহ ফয়েজী । ইমদাদুল উলূম রশিদিয়া মহিলা মাদরাসা, খুলনার মুহতামিম,মুফতি গোলামুর রহমান। আয়শা সিদ্দীকা মহিলা মাদরাসা, ময়মনসিংহের মুহতামিম,মুফতি নুরুজ্জামান নূরী। আল জামিয়াতুল ইসলামিয়া সোহাগী, ময়মনসিংহের মুহতামিম মাও. নজরুল ইসলাম।

প্রসঙ্গত, ‘জাতীয় দ্বীনি মাদ্রাসা শিক্ষাবোর্ড বাংলাদেশ’ সরকার স্বীকৃত অন্যতম একটি কওমি মাদ্রাসা শিক্ষা বোর্ড। ২০১৬ সালের ৭ অক্টোবর আল্লামা ফরীদ উদ্দীন মাসঊদের নেতৃত্বে এই বোর্ডটি গঠিত হয় এবং ১৫ অক্টোবর এটি আনুষ্ঠানিকভাবে আত্মপ্রকাশ করে। এই বোর্ডের অধীনে রয়েছে আট শতাধিক মাদ্রাসা।

(ঢাকাটাইমস/০২অক্টোবর/জেবি)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
হাতিরপুলে গণসংহতি আন্দোলনের কার্যালয়ের সামনে দুই ককটেল বিস্ফোরণ
৪৪তম বিসিএসের চূড়ান্ত ফল প্রকাশ, উত্তীর্ণ ১৬৯০ জন
এনসিপির ‘দেশ গড়তে জুলাই পদযাত্রা’ কর্মসূচি শুরু
জুলাই গণঅভ্যুত্থানের শহীদ ও যোদ্ধাদের স্মরণে ‘বিআরপি’র মশাল মিছিল
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা