সঞ্চয়পত্রের অর্থ আত্মসাতের অভিযোগ তদন্তে দুদকের অভিযান

গ্রাহকদের সঞ্চয়পত্রের মুনাফার অর্থ প্রতারাণার অভিযোগ উঠেছে পোস্ট মাস্টারসহ সরকারের এটুআইএর এক উদ্যোক্তার বিরুদ্ধে। এ ব্যাপারে তদন্ত করতে অভিযান চালিয়েছে দুর্নীতি দমন কমিশনের (দুদক) সমন্বিত জেলা কার্যালয় কুষ্টিয়ার অ্যানফোর্সমেন্ট টিম।
সোমবার (৪ অক্টোবর) দুদকের সমন্বিত জেলা কার্যালয়ের উপসহকারী পরিচালক নীল কোমল পালের নেতৃত্বে এই অভিযান চালানো হয়।
বিষয়টি ঢাকা টাইমসকে নিশ্চিত করেন দুদকের সহকারী পরিচালক (জনসংযোগ) মুহাম্মদ শফিউল্লাহ।
দুদকের অ্যানফোর্সমেন্ট টিমের দেওয়া তথ্য থেকে জানা যায়, কুষ্টিয়ার খোকসা উপজেলা জানিপুর পোস্ট অফিসের পোস্ট মাস্টার এবং এটুআই এর কম্পিউটার উদ্যোক্তা মামুন আলী সঞ্চয়পত্র ক্রয়কারী গ্রাহকদের মুনাফার অর্থ প্রতারণার মাধ্যমে কম প্রদান করে আত্মসাৎ করতেন। দুদকের অ্যানফোর্সমেন্ট টিমের অভিযোগে তাদের বিরুদ্ধে উঠা অভিযোগের সত্যতা পাওয়া গেছে।
দুদকের জনসংযোগ বিভাগ সূত্রে জানা যায়, অ্যানফোর্সমেন্ট টিম সরেজমিনে ওই দপ্তর পরিদর্শন করে এবং অভিযোগের বিষয়ে পোস্ট মাস্টার ও কম্পিউটার উদ্যোক্তা মামুন আলীসহ সংশ্লিষ্টদের বক্তব্য রেকর্ড করে। পোস্ট অফিসে রক্ষিত রেজিস্ট্রার বইয়ে সঠিকভাবে তথ্য সংরক্ষণ করা হয়নি বলে প্রমাণ পায় তারা।
অ্যানফোর্সমেন্ট টিমের দেওয়া তথ্যে বলা হয়, পোস্ট অফিসে রক্ষিত রেজিস্ট্রার বইয়ে প্রচুর কাঁটাছেড়া ও ঘষামাজার প্রমাণ রয়েছে। এছাড়া কুপনসহ সংশ্লিষ্ট তথ্য প্রমাণ প্রাথমিকভাবে যাচাই-বাছাই করে দেখা যায়, অভিযুক্ত ব্যক্তিরা পারস্পরিক যোগসাজশের মাধ্যমে পাঁচ লাখ টাকা পর্যন্ত সঞ্চয়পত্রের কয়েকজন গ্রাহকের কাছ থেকে ১০ শতাংশ উৎস কর কেটে করে পাঁচ শতাংশ সরকারি কোষাগারে দিয়ে বাকি পাঁচ শতাংশ আত্মসাৎ করেন। যার প্রাথমিক সত্যতা রয়েছে বলে জানায় অ্যানফোর্সমেন্ট টিম।
(ঢাকাটাইমস/০৪অক্টোবর/এসআর/জেবি)

মন্তব্য করুন