মাকে হত্যার দায়ে ছেলের ফাঁসির আদেশ

গাইবান্ধা প্রতিনিধি, ঢাকাটাইমস
  প্রকাশিত : ২৮ অক্টোবর ২০২১, ১৫:৪৬| আপডেট : ২৮ অক্টোবর ২০২১, ১৬:৩৬
অ- অ+

গাইবান্ধা সদর উপজেলায় মাকে হত্যার দায়ে ছেলে জিয়াউল হককে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। বৃহস্পতিবার দুপুর সাড়ে ১২টার দিকে জেলা ও দায়রা জজ আদালতের বিচারক দিলীপ কুমার ভৌমিক এই রায় দেন।

মৃত্যুদণ্ডপ্রাপ্ত জিয়াউল হক সদর উপজেলার শিবপুর গ্রামের নুরুল ইসলামের ছেলে।

মামলার এজাহারে জানা গেছে, ২০১৮ সালের ১৩ জুন আসামি জিয়াউল হক তার ছোট ভাই জুবায়ের খন্দকারের কাছে কিছু টাকা চায়। টাকা না দেওয়ায় ক্রিকেট ব্যাট হাতে জুবায়েরকে মারতে আসে জিয়াউল।

এ সময় মা জহুরা বেগম ছোট ছেলেকে বাঁচাতে এগিয়ে আসেন। পরে জিয়াউল তার মায়ের মাথায় ক্রিকেট ব্যাট দিয়ে এলোপাথাড়ি পেটাতে থাকেন। এতে জহুরা গুরুতর আহত হন। তাকে উদ্ধার করে জেলা সদর হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক জহুরা বেগমকে মৃত ঘোষণা করেন।

ঘটনায় পরদিন জহুরার স্বামী নুরুল ইসলাম বাদী হয়ে ছেলে জিয়াউল হককে একমাত্র আসামি করে থানায় হত্যা মামলা করেন।

রায়ের বিষয়টি নিশ্চিত করে আদালতের পাবলিক প্রসিউকিটর (পিপি) ফারুক আহমেদ প্রিন্স ঢাকাটাইমসকে জানান, দীর্ঘ শুনানি ও সাক্ষ্যগ্রহণ শেষে হত্যার ঘটনাটি প্রমাণিত হওয়ায় বিচারক আসামি জিয়াউল হকের ফাঁসির আদেশ দেন।

(ঢাকাটাইমস/২৮অক্টোবর/প্রতিনিধি/এসএ/এমআর)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
সংস্কার করে তারপরেই নির্বাচন দিতে হবে: নাহিদ ইসলাম
বনানীতে সড়ক অবরোধ সিএনজি অটোরিকশা চালকদের, তীব্র যানজটে দুর্ভোগ
আজ থেকে সারা দেশে চিরুনি অভিযান শুরু
সশস্ত্র বাহিনীর নির্বাহী ম্যাজিস্ট্রেসির ক্ষমতা আরও ২ মাস বাড়লো
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা