নব্য জেএমবির ‘সামরিক শাখার কমান্ডার’ গ্রেপ্তার

নিষিদ্ধঘোষিত জঙ্গি সংগঠন নব্য জেএমবির এক সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ, যিনি সংগঠনটির সামরিক শাখার কমান্ডার বলে জানিয়েছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীটি।
বুধবার মধ্যরাতে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়েছে বলে জানিয়েছেন ডিএমপি মিডিয়া ও পাবলিক রিলেশন্স বিভাগের উপ-কমিশনার (ডিসি-মিডিয়া) ফারুক হোসেন। তিনি বলেন, জেএমবির এক কমান্ডারসহ একদল ডাকাতকে গ্রেপ্তার করা হয়েছে।
প্রাথমিকভাবে গ্রেপ্তার জেএমবি কমান্ডারের নামপরিচয় কিছুই জানাননি তিনি। এছাড়া তাকে কোথা থেকে গ্রেপ্তার করা হয়েছে সে বিষয়টিও স্পষ্ট করা হয়নি। গ্রেপ্তার নব্য জেএমবির কমান্ডারের সম্পর্কে বিস্তারিত জানাতে বৃহস্পতিবার সংবাদ সম্মেলন ডাকা হয়েছে। দুপুরে ডিএমপি মিডিয়া সেন্টারে সংবাদ ব্রিফিংয়ে তার ব্যাপারে বিস্তারিত তথ্য দেওয়া হবে বলে জানান ফারুক হোসেন।
ঢাকাটাইমস/৪নভেম্বর/এমআর

মন্তব্য করুন