পাবনায় ট্রেনের ধাক্কায় আহত যুব মহিলা লীগ নেত্রীর মৃত্যু

জ্যেষ্ঠ প্রতিবেদক, পাবনা
 | প্রকাশিত : ০৭ নভেম্বর ২০২১, ২২:৪৩

আহত পাবনার মহিলা লীগ নেত্রী রাজশাহীর একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শনিবার রাতে মারা গেছেন। এর আগে ১৯ সেপ্টেম্বর পাবনার ভাঙ্গুড়া উপজেলার দিলপাশা ব্রিজের উপর ট্রেনের ধাক্কায় আহত হন পাবনা সদর উপজেলা যুব মহিলা লীগের সাধারণ সম্পাদক রুমানা আক্তার মিতু (৩৫)।

নিহত মিতু সদর উপজেলার চরতারাপুর ইউনিয়নের শুকচর গ্রামের মকসেদ আলীর মেয়ে। তার একটি ছেলে সন্তান আছে।

পারিবারিক ও দলীয় সূত্রে জানা গেছে, পরিবারের সদস্যদের নিয়ে গত ১৯ সেপ্টেম্বর ভাঙ্গুড়া এলাকায় বেড়াতে যান মিতু। তিনি দিলপাশার রেল ব্রিজের পাশে দাঁড়িয়ে সেলফি তুলতে গিয়ে ট্রেনের ধাক্কা খান। এতে তিনি গুরুতর আহত হন। পরে তাকে উদ্ধার করে পাবনা জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। পরে অবস্থার গুরুতর হওয়ায় রাজশাহীর স্থানান্তর করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় শনিবার রাতে তিনি মারা যান।

পাবনা সদর উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক শেখ রাসেল আলী মাসুদ জানান, গত ১৯ সেপ্টেম্বর পাবনা সদর উপজেলা যুব মহিলা লীগ নেত্রী মিতু ট্রেনের ধাক্কায় আহত হয়েছিলেন। চিকিৎসাধীন অবস্থায় শনিবার রাতে তিনি মারা যান।

(ঢাকাটাইমস/৭নভেম্বর/এলএ)

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিরোনাম :