দুপচাঁচিয়ার মেয়রের দায়িত্ব পালনে বাধা কাটল

নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস
  প্রকাশিত : ২৫ নভেম্বর ২০২১, ১৭:৫২
অ- অ+

বগুড়া জেলার দুপচাঁচিয়া পৌরসভার মেয়র জাহাঙ্গীর আলমকে মেয়র পদ থেকে বরখাস্ত করে হাইকোর্টের দেওয়া আদেশ বহাল রেখেছে আপিল বিভাগ। বৃহস্পতিবার হাইকোর্টের আদেশের বিরুদ্ধে রাষ্ট্রপক্ষের করা আপিলের শুনানি করে প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেনের নেতৃত্বাধীন আপিল বেঞ্চ এ আদেশ দেন।

আদালতে জাহাঙ্গীরের পক্ষে শুনানি করেন সুপ্রিম কোর্ট বারের সম্পাদক রুহুল কুদ্দুস কাজল। অন্যদিকে রাষ্ট্রপক্ষে ছিলেন অ্যাটর্নি জেনারেল এএম আমিন উদ্দিন।

আদেশের বিষয়টি ঢাকাটাইমসকে জানান রুহুল কুদ্দুস কাজল। তিনি বলেন, বিএনপি নেতা ও এই পৌরসভার তিনবারের মেয়র জাহাঙ্গীর আলমকে একটি ফৌজদারী মামলায় অভিযুক্ত করে চার্জশিট দেয় স্থানীয় সরকার মন্ত্রণালয়। ২০২০ সালের ২৭ অক্টোবর জাহাঙ্গীরকে সাময়িক বরখাস্ত করে আদেশ দেওয়া হয়। এ আদেশের বিরুদ্ধে হাইকোর্টে রিট করেন জাহাঙ্গীর। এরপর চলতি বছরের ১৪ মার্চ স্থানীয় সরকার মন্ত্রণালয়ের আদেশ অবৈধ ঘোষণা করে আদেশ দেয় হাইকোর্ট।

পরে হাইকোর্টের আদেশের বিরুদ্ধে আপিল করে রাষ্ট্রপক্ষ। এ আপিলের শুনানি করে বৃহস্পতিবার আদেশ দিলেন আপিল বিভাগ।

(ঢাকাটাইমস/২৫নভেম্বর/এআইএম/কেএম)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
টয়োটার ব্যবসা হারাচ্ছে নাভানা?
সারজিস বনাম নওশাদ: ভোটে কার পাল্লা ভারি?
মনোহরদীতে চাঁদাবাজি করতে গিয়ে ছাত্রদল নেতা গণধোলাইয়ের শিকার
গণভবন জয় করেছি, এবার জাতীয় সংসদও জয় করব: নাহিদ
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা