ডাকাতিয়া নদীতে কার্গো-নৌকার সংঘর্ষ, আহত ৬

চাঁদপুর প্রতিনিধি, ঢাকাটাইমস
  প্রকাশিত : ২৮ নভেম্বর ২০২১, ২২:০৮
অ- অ+

চাঁদপুরে সিমেন্ট বহনকারী এমবি মিম ও জিম নামক কার্গোর মুখোমুখি সংঘর্ষে এবং ধাক্কা লেগে যাত্রীবাহী নৌকা থেকে ডাকাতিয়া নদীতে ছিটকে পড়েছে ছয়জন তরুণ-তরুণী। নদীতে পড়ে তারা মারাত্মক আহত হয়েছে।

রবিবার রাত ৮টায় চাঁদপুর শহরের চৌধুরীঘাটের পূর্ব পাশে ডাকাতিয়া নদীর পাড়ে সিমেন্ট বহনকারী এমবি মিম ও জিম নামক কার্গোটি নোঙ্গর করার সময় এ দুর্ঘটনা ঘটে।

জীবন বাঁচাতে তরুণ-তরুণীরা চিৎকার শুরু করে। তাদের চিৎকার শুনে বেদে সম্প্রদায়ের লোকজন নদীতে থাকায় নৌকা নিয়ে উদ্ধার করতে সক্ষম হয়। পরে তাদেরকে চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়।

আহতরা হলেন- মিঠু হোসেন (২৬), কামাল (২৮), রোকেয়া বেগম (২২), শেফালী বেগম (২০), তানিয়া আক্তার (২৩) ও লাভলী বেগম (২৫)।

বেধে পল্লীর আব্দুর রশিদ, আলমগীর বিষ্ণুসহ কয়েকজন জানান, যাত্রীসহ নৌকা ডুবে গেছে শুনে আমরা তাড়াতাড়ি নৌকা নিয়ে যাই। এরপর দুজন তরুণ ও চারজন তরুণীকে নদী থেকে উদ্ধার করি। পরে তাদেরকে হাসপাতালে পাঠিয়ে দেই চিকিৎসার জন্য।

তবে কার্গোটি নোঙ্গর করে স্টাফরা তাৎক্ষণিক পালিয়ে যাওয়ায় তাদেরকে কার্গোতে গিয়ে পাওয়ায় যায়নি। তাদের বক্তব্য নেওয়া সম্ভব হয়নি।

(ঢাকাটাইমস/২৮নভেম্বর/কেএম)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
বৈষম্যবিরোধী ও এনসিপির আন্দোলনের মুখে পটিয়া থানার ওসি প্রত্যাহার
বাংলামোটরে এনসিপির জুলাই চিত্র প্রদর্শনীর গাড়িতে ককটেল বিস্ফোরণ
তাড়াশে সম্পত্তি লিখে নিয়ে বাবা-মাকে বাড়িছাড়ার অভিযোগ
সাবেক এমপি নাঈমুর রহমান দুর্জয় গ্রেপ্তার
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা