ডা. মুরাদ বিদেশ গেলে সরকার বাধা দেবে না: স্বরাষ্ট্রমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ০৯ ডিসেম্বর ২০২১, ১৫:০৯

প্রতিমন্ত্রী পদ এবং দলের সব জেলা-উপজেলার পদ থেকে অব্যাহতি পাওয়া ডা. মুরাদ হাসান দেশ ছাড়লে সরকার বাধা দেবে না বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। মন্ত্রী বলেছেন, ‘সদ্যবিদায়ী প্রতিমন্ত্রী মুরাদ হাসান বিদেশে যাবেন কি না, এটা তার সিদ্ধান্ত। এখানে আমাদের কিছু করার নাই।’

বৃহস্পতিবার সচিবালয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি সরকারের এ অবস্থানের কথা জানান।

নারীদের নিয়ে অশালীন ও কুরুচিপূর্ণ বক্তব্য দিয়ে তীব্র সমালোচনার মুখে তথ্য প্রতিমন্ত্রীর পদ ছাড়তে বাধ্য হন ডা. মুরাদ হাসান। অব্যাহতি দেওয়া হয়েছে জেলা ও উপজেলা আওয়ামী লীগের পদ থেকেও। সংসদ সংদস্য পদ থাকবে কি না তা চ্যালেঞ্জ করে রিট হয়েছে। তাই মন্ত্রিত্ব ও দলের পদ হারিয়ে সাবেক তথ্য প্রতিমন্ত্রী ডা. মুরাদ হাসান দেশ ছাড়ছেন বলে শোনা যাচ্ছে।

বৃহস্পতিবার রাতেই কানাডায় যাওয়ার উদ্দেশ্যে আলোচিত এই সংসদ সদস্য উড়াল দিচ্ছে বলে গুঞ্জন ছড়িয়েছে। এ নিয়ে গণমাধ্যমে একাধিক প্রতিবেদনও এসেছে।

(ঢাকাটাইমস/৯ডিসেম্বর/কেএম)

সংবাদটি শেয়ার করুন

রাজনীতি বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

রাজনীতি এর সর্বশেষ

এই বিভাগের সব খবর

শিরোনাম :