টাঙ্গাইলে শহিদ জগলুর ৩৫তম মৃত্যুবার্ষিকী পালন

টাঙ্গাইল প্রতিনিধি. ঢাকাটাইমস
 | প্রকাশিত : ০৮ ফেব্রুয়ারি ২০২২, ১৮:১৩

স্বৈরশাসক এরশাদের শাসন আমলে পুলিশের গুলিতে নিহত টাঙ্গাইলের ছাত্রনেতা মির্জা আবু রায়হান খান জগলুর মৃত্যুবার্ষিকী পালিত হয়েছে।

মঙ্গলবার সকালে তার ৩৫তম মৃত্যুবার্ষিকী পালিত হয়েছে। শহীদের পরিবার, জেলা বিএনপি ও ছাত্রদলের নেতাকর্মীরা জগলুর স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণ করেন। পরে বিদেহী আত্মার মাগফেরাত কামনায় মোনাজাত অনুষ্ঠিত হয়।

এ সময় উপস্থিত ছিলেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির ভাইস চেয়ারম্যান ও জেলার আহ্বায়ক অ্যাড. আহমেদ আজম খান, ঢাকা বিভাগীয় সহ-সাংগঠনিক সম্পাদক বেনজির আহমেদ টিটু, জেলার সিনিয়র যুগ্ম আহ্বায়ক হাসানুজ্জামিল শাহীন, সদস্য সচিব মাহমুদুল হক সানু, যুগ্ম আহ্বায়ক অ্যাড. ফরহাদ ইকবাল, কাজী শফিকুর রহমান লিটন, অমল ব্যানার্জী, দেওয়ান শফিকুল ইসলাম প্রমুখ।

১৯৮৭ সালের ৮ ফেব্রুয়ারি স্বৈরশাসক এরশাদের আমলে বাস ভাড়া বাড়ানোর প্রতিবাদে আন্দোলনরত জনতার ওপর পুলিশ গুলিবর্ষণ করে। এ আন্দোলনের অন্যতম তৎকালীন ছাত্রনেতা মির্জা আবু রায়হান জগলু নিহত হন।

(ঢাকাটাইমস/৮ফেব্রুয়ারি/এআর)

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিরোনাম :