বেনাপোল কাস্টমসে কর্মকর্তা-কর্মচারীদের কলমবিরতি আমদানি-রপ্তানি ও পণ্য খালাস বন্ধ

বেনাপোল প্রতিনিধি
  প্রকাশিত : ১৪ মে ২০২৫, ১১:৪৯
অ- অ+

জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) ভেঙে দুই ভাগ করে জারি করা অধ্যাদেশ বাতিলের দাবিতে বেনাপোল কাস্টমস হাউসে কলমবিরতি শুরু করেছেন কর্মকর্তা-কর্মচারীরা।

বুধবার সকাল ১০টা থেকে দুপুর ১টা পর্যন্ত এ কলম বিরতি চলবে।

এর আগে মঙ্গলবার আগারগাঁও এনবিআরের সামনে ‘এনবিআর সংস্কার ঐক্য পরিষদের ব্যানারে অবস্থান কর্মসূচি থেকে কর্মকর্তা-কর্মচারীরা তিনদিনের কলমবিরতির ঘোষণা দেন। দাবি আদায় না হলে ১৭ মে নতুন কর্মসূচি ঘোষণা করা হবে বলে তারা ঘোষণা দেন।

বেনাপোল সিএন্ডএফ এজেন্ট স্টাফ এসোসিয়েশনের সাধারণ সম্পাদক সাজেদুর রহমান জানান, বেনাপোল কাস্টম হাউসে কর্তকর্তা-কর্মচারীরা কলমবিরতি শুরু করায় স্থবির হয়ে পড়েছে দুদেশের মধ্যে আমদানি-রপ্তানি বাণিজ্য। যে কারণে বেনাপোল বন্দর দিয়ে আমদানি-রপ্তানি কার্যক্রম ও পণ্য খালাস বন্ধ রয়েছে।

বেনাপোল কাস্টমস হাউসের সহকারী কমিশনার মো. রাজন হোসেন বলেন, “আমরা কলমবিরতি শুরু করেছি। সকাল ১০টা থেকে দুপুর ১টা সকাল পর্যন্ত চলবে এ কলমবিরতি। দাবি আদায় না হওয়া পর্যন্ত আমাদের কর্মসূচি চলবে।”

(ঢাকাটাইমস/১৪মে/এফএ)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
নিহত ঢাবি শিক্ষার্থী সাম্যকে নিয়ে যা জানা গেল
বহুল প্রত্যাশিত কালুরঘাট সেতুর ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন প্রধান উপদেষ্টা
বাজারে এলো ‘রিয়েলমি ১৪ ৫জি’ এবং ‘রিয়েলমি ১৪টি ৫জি’ স্মার্টফোন
তরুণদের নিয়ে আবার গণতন্ত্র প্রতিষ্ঠার আন্দোলনে নামতে হবে: মজনু
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা