জায়েদ-নিপুণের ওপর বিরক্ত হয়ে যা বললেন নায়ক উজ্জ্বল

বিনোদন প্রতিবেদক, ঢাকাটাইমস
  প্রকাশিত : ০৯ ফেব্রুয়ারি ২০২২, ১৯:১৬
অ- অ+

একটা পদ। দাবিদার দুজন। কেউ কাউকে নাহি ছাড়ি অবস্থা। চলছে পাল্টাপাল্টি অভিযোগ। বলছি চলচ্চিত্র শিল্পী সমিতির সাধারণ সম্পাদক পদ নিয়ে জায়েদ খান ও নিপুণ আক্তারের লড়াইয়ের কথা। সেই লড়াই এখন আবার হাইকোর্ট পেরিয়ে উচ্চ আদালতে পৌঁছেছে।

একটি পদ নিয়ে দুই অভিনয়শিল্পীর এমন কাড়াকাড়ি এবং কাদা ছোঁড়াছুঁড়িতে বিরক্ত চলচ্চিত্রপাড়ার অনেকে। তাদেরই একজন সত্তর ও আশির দশকের জনপ্রিয় চিত্রনায়ক উজ্জ্বল। যিনি এবারের শিল্পী সমিতির নির্বাচনের আগে থেকে নিয়ে এ পর্যন্ত একেবারে চুপই ছিলেন। কিন্তু বর্তমান পরিস্থিতিতে আর চুপ থাকতে পারলেন না।

বিরক্তি প্রকাশ করে প্রবীণ এই অভিনেতা বলেছেন, ‘সিনিয়র শিল্পীরা বৈঠকে বসে জায়েদ খান এবং নিপুণকে এক বছর করে শিল্পী সমিতির দায়িত্ব দিলেই হয়। এই পদের মধ্যে কী আছে আমি বুঝি না, যার কারণে একেবারে হাইকোর্ট, সুপ্রিম কোর্টে চলে যেতে হবে।’

উজ্জ্বল আরও বলেন, ‘কী এমন লুকিয়ে আছে এই পদের মধ্যে যে যুদ্ধ করে তা দখল করতে হবে! আমি এবার ভোট দিতে যাইনি। মনে হচ্ছে ভোট না দিয়ে ভালোই করেছি। কারণ এই নির্বাচন নিয়ে আলোচনার চেয়ে সমালোচনাই বেশি হচ্ছে সবখানে। আমি চলচ্চিত্রের একজন মানুষ। আমার লজ্জা করছে এসব কাণ্ড-কারখানা দেখে। ’

নিজেদের সময়ের উদাহরণ টেনে প্রবীণ অভিনেতা বলেন, ‘আমাদের সময়েও শিল্পী সমিতি ছিল। নির্বাচন আমিও করেছি। তখন নির্বাচন হতো উত্সবের মতো। এখন কাদা ছোঁড়াছুঁড়ি ছাড়া কিছুই দেখি না। আমি অতি দ্রুত সিনিয়র অভিনেতা, প্রযোজক এবং পরিচালকদের এক হয়ে বিষয়টি সুরাহা করার জন্য আহ্বান জানাচ্ছি।’

উজ্জ্বলের আসল নাম আশরাফ উদ্দিন আহমেদ। তিনি ১৯৪৬ সালের ২৮ এপ্রিল পাবনার শাহজাদপুরের জন্তিহার গ্রামে জন্মগ্রহণ করেন। উজ্জ্বল ১৯৬৭ থেকে ১৯৬৯ সাল পর্যন্ত নিয়মিত নাটক করতেন ঢাকা টেলিভিশনে। নাটকের অভিনয় দেখে প্রযোজকেরা তাকে চলচ্চিত্রে নেওয়ার আগ্রহ দেখাযন। এরপর ১৯৭০ সালে সুভাষ দত্ত পরিচালিত ‘বিনিময়’ ছবির মাধ্যমে চলচ্চিত্রাঙ্গণে প্রবেশ করেন। প্রথম চলচ্চিত্রে তার বিপরীতে অভিনয় করেন কবরী।

এরপর ১৯৭২ সালে তিনি ইউসুফ জহির পরিচালিত হাস্যরসাত্মক-নাট্যধর্মী ‘ইয়ে করে বিয়ে’ ছবিতে বুলবুল আহমেদ ও ববিতার সঙ্গে অভিনয় করেন। একই বছর সুভাষ দত্ত পরিচালিত বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধভিত্তিক ‘অরুণোদয়ের অগ্নিসাক্ষী’ ছবিতে অভিনয় করেন।

দীর্ঘ ক্যারিয়ারে বহু দর্শকপ্রিয় ছবি উপহার দিয়েছেন এই অভিনেতা। উজ্জ্বলকে শেষ দেখা গেছে ২০১৫ সালে শাকিব খান অভিনীত ‘রাজাবাবু’ ছবিতে। একসময় তিনি প্রযোজক পরিবেশক সমিতির সাধারণ সম্পাদক ছিলেন। উজ্জ্বল ফিল্মস লিমিটেড নামে তার একটি প্রযোজনা সংস্থাও রয়েছে।

ঢাকাটাইমস/০৯ফেব্রুয়ারি/এএইচ

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
সব দেশের সার্বভৌমত্বকে সম্মান করে বাংলাদেশ: প্রেস সচিব
মে দিবস ২০২৫-এ বয়ে আনুক কর্মজীবীদের আশার আলো
৩২ বছর পর ৩১ জুলাই হতে যাচ্ছে জাকসু নির্বাচন
আজ  মহান মে দিবস
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা