বান্দরবান জেলা কারাগারে আসামির মৃত্যু

বান্দরবান প্রতিনিধি, ঢাকাটাইমস
| আপডেট : ১০ মার্চ ২০২২, ১৫:১৮ | প্রকাশিত : ১০ মার্চ ২০২২, ১৪:৪৯

বান্দরবানে সাজাপ্রাপ্ত দিলদার আলী পরমানিক (৪৮) নামে এক আসামির মৃত্যু হয়েছে। বুধবার রাতে বান্দরবান জেলা কারাগারে অসুস্থ হয়ে পড়ে। পরে তাকে সদর হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়।

বৃহস্পতিবার দুপুরে ময়নাতদন্ত শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করেছেন কারা কর্তৃপক্ষ।

নিহত আসামি দিলদার আলী পরমানিক জেলার লামা উপজেলার লেমুঝিড়ি নাইক্ষ্যংছড়ি মোজার বাসিন্দার মৃত নাছির পরমানিকের ছেলে। কয়েদি নং- ৪০২০।

জানা যায়, রাতে বান্দরবান জেলা কারাগারে বন্দি ছয় মাসের সাজাপ্রাপ্ত কারা আসামি দিলদার অসুস্থ হয়ে পড়েলে তাৎক্ষণিক তাকে সদর হাসপাতালে নেওয়া হয়। হাসপাতালের চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

বিষয়টি নিশ্চিত করে বান্দরবান কারাগারের জেলার ফোরকান ওয়াহিদ বলেন, ২০০৮ সালের মারামারির মামলায় ৬ মাসের সাজাপ্রাপ্ত এক আসামি অসুস্থ হয়ে পড়ে। শ্বাসকষ্ট দেখা দিলে তাকে দ্রুত হাসপাতালে নেওয়া হয়। জরুরি বিভাগের চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। আইনগতভাবে ময়নাতদন্তের পর পরিবারের কাছে লাশ হস্তান্তর করা হয়েছে।

(ঢাকাটাইমস/১০মার্চ/এসএ)

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিরোনাম :