লায়ন অ্যান্ড ড্রাগন ড্যান্স প্রশিক্ষণ ক্যাম্পের সনদ প্রদান

বাংলাদেশ লায়ন অ্যান্ড ড্রাগন ড্যান্স স্পোর্টস এ্যাসোসিয়েসন (বিএলডিডিএসএ), বাংলাদেশ গণপ্রজাতন্ত্রী চীনের দূতাবাস এবং বাংলাদেশ চায়না চেম্বার অব কমার্স এন্ড ইন্ড্রাষ্ট্রি (বিসিসিসিআই) যৌথভাবে ঢাকায় লায়ন অ্যান্ড ড্রাগন ড্যান্স ট্রেনিং ক্যাম্প আয়োজন করে।
প্রশিক্ষণ ক্যাম্পটি সফলভাবে শেষ হওয়ার পর অংশগ্রহণকারীদের ১৭ মার্চ, বৃহস্পতিবার বিকেল সনদ পত্র দেওয়া হয়। সনদ প্রদান অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মিস্টার ইয়ুলিওয়েন, বাংলাদেশ চীন দূতাবাসের সাংস্কৃতিক কাউন্সিলর।
এসময় আরো উপস্থিত ছিলেন মো. শাহজাহান মৃধা বেনু, বিএলডিডিএসএ এর মহাসচিব, আল মামুন মৃধা, বিএলডিডিএসএ এর যুগ্মসচিব এবং উশুর ও লায়ন ড্রাগন ডান্স স্পোর্টস এ্যাসোসিয়েশনের জাতীয় প্রশিক্ষক আনোয়ারুল রাসেল।
(ঢাকাটাইমস/১৯মার্চ/এসকেএস)

মন্তব্য করুন