ফের ক্ষেপণাস্ত্র ছুড়লো উত্তর কোরিয়া

আন্তর্জাতিক ডেস্ক, ঢাকাটাইমস
| আপডেট : ০৪ মে ২০২২, ১৬:৪০ | প্রকাশিত : ০৪ মে ২০২২, ১৬:২৮

পশ্চিমা রাষ্ট্রগুলোর চাপ থাকা সত্ত্বেও ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে উত্তর কোরিয়া। বুধবার দুপুরে দেশটির পূর্ব উপকূলীয় সমুদ্রে পিয়ংইয়ং এই ক্ষেপণাস্ত্রটি নিক্ষেপ করে বলে জানিয়েছে দক্ষিণ কোরিয়ান সামরিক বাহিনী। আল জাজিরার এক প্রতিবেদনে এ তথ্য জানা যায়। এ নিয়ে চলতি বছরের পাঁচ মাসে ১৪বারের মতো ক্ষেপণাস্ত্র পরীক্ষা চালালো দেশটি।

গত সপ্তাহেই পারমাণবিক শক্তিকে যতটা সম্ভব দ্রুততম গতিতে আরও উন্নয়নের প্রতিশ্রুতি দেন উত্তর কোরিয়ার নেতা কিম জং উন। তার মধ্যেই এই ক্ষেপনাস্ত্র নিক্ষেপের ঘটনা ঘটলো।

দক্ষিণ কোরিয়ার জয়েন্ট চিফস অব স্টাফ এক বিবৃতিতে জানিয়েছে, উত্তর কোরিয়া আবারও ২টি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে। যা সিউল শনাক্ত করেছে। স্থানীয় সময় বৃহস্পতিবার সকাল ৮টার দিকে উত্তর কোরিয়ার পূর্বাঞ্চলীয় উপকূলবর্তী হামহাং এলাকা থেকে ক্ষেপণাস্ত্র ২টি নিক্ষেপ করা হয়।

ক্ষেপণাস্ত্র ২টি ছোড়ার পর প্রায় ১৯০ কিলোমিটার দূরে গিয়ে সমুদ্রে পড়ে এবং এর সর্বোচ্চ উচ্চতা ছিল ২০ কিলোমিটার।

দক্ষিণ কোরিয়ার সামরিক বাহিনী জানায়, উত্তর কোরিয়ার রাজধানী পিয়ংইয়ংয়ের সুনান এলাকায় বুধবার দুপুরের দিকে তারা একটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের উৎক্ষেপণ শনাক্ত করেছে। এই সুনান থেকেই গত ২৪ মার্চ ‘হোয়াসং-১৭’ নামের আন্তঃমহাদেশীয় ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের (আইসিবিএম) পরীক্ষা চালিয়েছিল উত্তর কোরিয়া।

আগামী ১০ মে দক্ষিণ কোরিয়ার নবনির্বাচিত প্রেসিডেন্ট ইউন সুক-ইওল ক্ষমতা গ্রহণ করবেন। নতুন এই প্রেসিডেন্টের দায়িত্বে আসার মাত্র কয়েকদিন আগে কিম জং উনের শক্তি প্রদর্শনের এই পরীক্ষা দক্ষিণের ওপর অনেকটাই চাপ বাড়াবে বলে মনে করা হচ্ছে।

(ঢাকাটাইমস/৪মে/ওএফ)

সংবাদটি শেয়ার করুন

আন্তর্জাতিক বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

আন্তর্জাতিক এর সর্বশেষ

আশ্রয়প্রার্থীদের প্রত্যাখ্যানের চুক্তিতে পৌঁছেছে যুক্তরাষ্ট্র-কানাডা

পুতিনকে গ্রেপ্তারের যেকোনো প্রচেষ্টা রাশিয়ার বিরুদ্ধে যুদ্ধ ঘোষণার শামিল: মেদভেদভ

দক্ষিণ চীন সাগরের জলসীমায় মার্কিন যুদ্ধজাহাজের অনুপ্রবেশ

ইসরায়েলি রাষ্ট্রদূতকে বহিষ্কারের সিদ্ধান্ত জর্দানের পার্লামেন্টের

ইউক্রেন পুনর্গঠনে ৪১১ বিলিয়ন ডলার প্রয়োজন: বিশ্বব্যাংক

রাশিয়াকে সামরিক সহায়তার ক্ষেত্রে চীন সীমা অতিক্রম করেনি: ব্লিংকেন

দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় টর্নেডোর আঘাতে ৫ জনের মৃত্যু 

মিয়ানমারে সড়ক দুর্ঘটনায় নিহত ২, আহত ১৪

ইউক্রেনের পরমাণু প্ল্যান্ট পরিস্থিতি ‘বিপজ্জনক অবস্থায়’ : জাতিসংঘ পরমাণু প্রধান

নরেন্দ্র মোদির নাম নিয়ে মানহানির মামলায় রাহুল গান্ধীর দুই বছরের কারাদণ্ড

এই বিভাগের সব খবর

শিরোনাম :