উত্তর কোরিয়ায় করোনার সংক্রমণ নিয়ন্ত্রণে সেনাবাহিনী মোতায়েন

আন্তর্জাতিক ডেস্ক, ঢাকাটাইমস
  প্রকাশিত : ১৬ মে ২০২২, ১৭:০১
অ- অ+

করোনাভাইরাসের সংক্রমণ মোকাবেলায় সেনাবাহিনীকে দায়িত্ব দিয়েছেন উত্তর কোরিয়ার প্রেসিডেন্ট ও সর্বোচ্চ নেতা কিম জং উন।

দেশটির সরকারি বার্তাসংস্থা কেসিএনএন জানায়, গতকাল রবিবার দেশটির সরকারের সর্বোচ্চ ফোরাম পলিটব্যুরোর বৈঠকে সেনা মোতায়েনের নির্দেশ দেন কিম জং উন।

এ ছাড়া, বৈঠকে দেশের স্বাস্থ্যসেবার নাজুক অবকাঠামো এবং বছরের পর বছর ধরে দেশের জনস্বাস্থ্য খাতের দুর্বল পরিচালনারও কঠোর সমালোচনা করেন কিম।

২০২০ সালে বিশ্বজুড়ে করোনা মহামারি ছড়িয়ে পড়লে নিজ দেশের সীমান্ত বন্ধের নির্দেশ দিয়েছিলেন কিম। এসময় করোনাভাইরাসের সংক্রমণের কোনো ঘটনাও ঘটেনি বলে বারবার দেশটি দাবি করেছিল। গত দুই বছরে বিশ্ব স্বাস্থ্য সংস্থা ও চীন থেকে উত্তর কোরিয়ায় টিকার কয়েকটি চালান প্রেরণ করা হয়েছিল। কিন্তু সেসব ফিরিয়ে দিয়েছিল কিম জং উন নেতৃত্বাধীন প্রশাসন।

চিরশত্রু হলেও এ দুঃসময়ে উত্তর কোরিয়া পাশে থাকার প্রতিশ্রুতি দিয়েছে প্রতিবেশী দেশ দক্ষিণ কোরিয়া।

গতকাল রবিবার এক ঘোষণায় দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট ইয়ুন সুক ইয়োল বলেছিলেন, উত্তর কোরিয়ায় সংকট মোচনে সার্বিকভাবে দেশটিকে সহায়তা করতে চায় দক্ষিণ কোরিয়া।

(ঢাকাটাইমস/১৬মে/আরআর)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
গোপালগঞ্জ জেলা কারাগারে হামলা, ভাঙচুর
গোপালগঞ্জের ঘৃণ্য-বর্বর হামলার বিচার হবেই: অন্তর্বর্তীকালীন সরকারের বিবৃতি
আ.লীগের সারা দেশের নেতাকর্মীরা গোপালগঞ্জে ক্যান্টনমেন্ট বানিয়েছে: নাসিরউদ্দিন পাটোয়ারী
গোপালগঞ্জে ‘অবরুদ্ধ’ এনসিপির কেন্দ্রীয় নেতারা, সড়ক অবরোধ, গোলাগুলি
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা