নরসিংদীতে নিজ ঘরে ২ সন্তানসহ খুন মা

নরসিংদী প্রতিনিধি, ঢাকাটাইমস
  প্রকাশিত : ২২ মে ২০২২, ১০:১০| আপডেট : ২২ মে ২০২২, ১২:১২
অ- অ+
প্রতীকী ছবি

নরসিংদীর বেলাব উপজেলায় নিজ ঘরে দুই সন্তানসহ মাকে খুন করেছে অজ্ঞাত দুর্বৃত্তরা।

রবিবার সকাল সাড়ে ৮টার দিকে তাদের মরদেহ উদ্ধার করা হয়।

উপজেলার পাটুলী ইউনিয়নের বাবলা গ্রামে এ ঘটনা ঘটে।

নিহতরা হলেন- রাহিমা বেগম (৩৫), ছেলে রাব্বি শেখ (১২) ও মেয়ে রাকিবা শেখ (০৭)।

তাদের মধ্যে দুই সন্তানকে শ্বাসরোধে এবং রহিমা বেগমকে ছুরিকাঘাতে হত্যা করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

জানা গেছে, রহিমার স্বামী পেশায় রং মিস্ত্রির কাজ করেন। শনিবার তিনি গাজীপুরে কাজ করতে যান। পরে রবিবার সকালে বাড়িতে এসে দেখেন ঘরে তার স্ত্রী ও দুই সন্তানের লাশ পড়ে আছে। খবর পেয়ে পুলিশ এসে লাশ উদ্ধার করে।

নরসিংদীর অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) সাহেব আলী পাঠান বলেন, ‘কী কারণে এ হত্যাকাণ্ড ঘটানো হয়েছে, তা এখনও পরিষ্কার নয়। তদন্ত শুরু করেছি।’

(ঢাকাটাইমস/২২মে/পিআর/এফএ)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
নিবন্ধন ফিরে পেতে জামায়াতের আপিল শুনানি চলছে
অল্পসময়ের ব্যবধানে নটর ডেমের দুই শিক্ষার্থীর মৃত্যু, নানা গুঞ্জন
দিনাজপুরের শালবনে মহাবিপন্ন ‘খুদি খেজুর‘ গাছের সন্ধান
সীমান্তে সেনা উপস্থিতি কমাতে একমত ভারত-পাকিস্তান
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা