ইউক্রেনে সামরিক আইন বাড়ল আরও তিন মাস

আন্তর্জাতিক ডেস্ক, ঢাকাটাইমস
  প্রকাশিত : ২৩ মে ২০২২, ১০:৪৮| আপডেট : ২৩ মে ২০২২, ১১:৩৬
অ- অ+

ইউক্রেনে চলমান সামরিক আইন আগামী ২৩ আগস্ট পর্যন্ত বৃদ্ধি করা হয়েছে।

রবিবার এক প্রতিবেদনে বিবিসি জানায়, গত ২৪ ফেব্রুয়ারি ইউক্রেনে রুশ বাহিনী সামরিক অভিযান শুরুর পরপরই দেশজুড়ে সামরিক আইন জারি করেছিলেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। পরে যুদ্ধ বন্ধ না হওয়ায় দু’বার এক মাস করে সময় বৃদ্ধি করা হয়েছে।

গতকাল ইউক্রেনের পার্লামেন্টে সামরিক আইন বৃদ্ধির বিষয়ে তৃতীয়বারের মতো ভোটাভুটি অনুষ্ঠিত হয়। ভোটে সময় বৃদ্ধির পক্ষে পার্লামেন্টের সদস্যরা সম্মতি জানান।

এক প্রতিক্রিয়ায় জেলেনস্কির প্রতিনিধি ফেদির ভেনিস্লাভস্কি বলেন, এই সময়ে সামরিক আইন চলার সময় ৯০ দিন বৃদ্ধির সিদ্ধান্তের কারণ হলো, প্রতিরক্ষার চেয়ে পাল্টা আক্রমণে সময় বেশি লাগে।

(ঢাকাটাইমস/২৩মে/আরআর)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
টয়োটার ব্যবসা হারাচ্ছে নাভানা?
সারজিস বনাম নওশাদ: ভোটে কার পাল্লা ভারি?
মনোহরদীতে চাঁদাবাজি করতে গিয়ে ছাত্রদল নেতা গণধোলাইয়ের শিকার
গণভবন জয় করেছি, এবার জাতীয় সংসদও জয় করব: নাহিদ
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা