সোনালী ব্যাংক ও শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরের চুক্তি

অর্থনৈতিক প্রতিবেদক, ঢাকাটাইমস
  প্রকাশিত : ২৩ মে ২০২২, ১৪:২৭| আপডেট : ২৩ মে ২০২২, ১৪:৪৫
অ- অ+

সোনালী ব্যাংক লিমিটেড ও শাহ আমানত আর্ন্তজাতিক বিমান বন্দরের মধ্যে অনলাইন সেবার মাধ্যমে চার্জ ও ফি আদায়ের লক্ষ্যে একটি চুক্তি স্বাক্ষরিত হয়।

রবিবার বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের সভা কক্ষে অনুষ্ঠিত চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে সোনালী ব্যাংক লিমিটেড এর পক্ষে জেনারেল ম্যানেজার সুভাষ চন্দ্র দাস এফসিএ, এফসিএমএ এবং বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের এর পক্ষে শাহ আমানত আর্ন্তজাতিক বিমান বন্দরের পরিচালক উইং কমান্ডার মো. ফরহাদ হোসেন খান পিএসি স্বাক্ষর করেন।

চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের সদস্য (অর্থ) ও অতিরিক্ত সচিব মো. শফিকুল ইসলাম, সোনালী ব্যাংকের ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর নিরঞ্জন চন্দ্র দেবনাথ, বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রাণালয়ের উপসচিব অনুপ কুমার তালুকদার, গভর্:মেন্ট একাউন্টস ও সাভির্সেস ডিভিশনের ডেপুটি জেনারেল ম্যানেজার মোঃ মজিবর রহমানসহ উভয় প্রতিষ্ঠানের অন্যান্য উর্দ্ধতন কর্মকর্তারা।

চুক্তির ফলে, সোনালী ব্যাংকের অনলাইন সেবার এর মাধ্যমে শাহ আমানত আর্ন্তজাতিক বিমান বন্দর এর গ্রাহকবৃন্দ সিএন্ডএফ এজেন্ট,বিভিন্ন বিমান সংস্থার ফি সহ ওয়্যার হাউজ ব্যবহার ফি, কার্গো স্ক্যানিং ফি আদায় করা হবে।– বিজ্ঞপ্তি

(ঢাকাটাইমস/২৩মে/এসকেএস)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
কামরাঙ্গীরচরে রকি হত্যা মামলার দুই আসামি গ্রেপ্তার
পড়াশোনা ও গবেষণাকে রাজনৈতিক দলাদলির বাইরে রাখতে চাই: ঢাবি উপাচার্য
Promoting Artificial Intelligence at the PGDM Level: Preparing Future Business Leaders
দেশের চার সমুদ্রবন্দরকে তিন নম্বর সতর্কতাসংকেত
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা