বাংলাদেশ ব্যাংকের ‘মহাব্যবস্থাপক’ এখন থেকে ‘পরিচালক’

নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস
  প্রকাশিত : ২৬ মে ২০২২, ২৩:২৪
অ- অ+

বাংলাদেশ ব্যাংকের মহাব্যবস্থাপক এখন থেকে ‘পরিচালক’ এবং উপমহাব্যবস্থাপক ‘অতিরিক্ত পরিচালক’ হিসেবে বিবেচিত হবেন। বৃহস্পতিবার এক অফিস আদেশের মাধ্যমে এই দুটি পদের নামে পরিবর্তন এনেছে বাংলাদেশ ব্যাংক। এর মাধ্যমে অন্য সব পদের সঙ্গে এই দুটি সামঞ্জস্যপূর্ণ হলো।

দীর্ঘদিন ধরে এই দুটি পদের নাম পরিবর্তনের দাবি জানিয়ে আসছিলেন কর্মকর্তারা।

সংশ্লিষ্টরা জানান, স্বাধীনতার শুরুতে বাংলাদেশ ব্যাংকের বিদ্যমান অন্য সব পদের সঙ্গে এই পদ দুটিও সামঞ্জস্যপূর্ণ ছিল। বর্তমানে বাংলাদেশ ব্যাংকের অ্যান্ট্রি বা শুরুর পদ সহকারী পরিচালক। সেখান থেকে পদোন্নতি পেয়ে উপ-পরিচালক, পরের পদ যুগ্ম-পরিচালক। কিন্তু মাঝের দুটি পদ উপমহাব্যবস্থাপক ও মহাব্যবস্থাপক করা হয়। পদোন্নতি পর্যায়ে সর্বোচ্চ পদ আবার নির্বাহী পরিচালক। মাঝের পদ দুটি অন্য পদের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ না হওয়ায় দীর্ঘদিন তা পরিবর্তনের দাবি ছিল।

বাংলাদেশ ব্যাংকের গভর্নর ও ডেপুটি গভর্নর পদ দুটি সরকারের চুক্তিভিত্তিক নিয়োগ। বাংলাদেশ ব্যাংকে যোগদান করে পদোন্নতি পেয়ে একজন সর্বোচ্চ নির্বাহী পরিচালক হন।

বাংলাদেশ ব্যাংকের বৃহস্পতিবারের আদেশে বলা হয়েছে, ২০২১ সালের ২১ নভেম্বর অনুষ্ঠিত পরিচালনা পর্ষদের সভার সিদ্ধান্তে বাংলাদেশ ব্যাংকের মহাব্যবস্থাপক এবং উপমহাব্যবস্থাপক পদের নাম পরিবর্তন করা হলো। পদের নাম পরিবর্তন করে অতিরিক্ত পরিচালক ও পরিচালক করা হলেও বেতনের গ্রেড আগেরটাই প্রযোজ্য হবে। আর অন্য কোনো প্রতিষ্ঠানের পদের নাম একই হলেও তাদের সঙ্গে বেতন কাঠামো সামঞ্জস্যপূর্ণ করা যাবে না। এছাড়া অন্যান্য পদের নাম অপরিবর্তিত থাকবে।

(ঢাকাটাইমস/২৬মে/কেএম)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
শাহবাগ ছেড়ে ইন্টারকন্টিনেন্টাল মোড়ে আন্দোলনকারীরা
ভৈরবে ভেজাল খাদ্য উৎপাদনের দায়ে তিন প্রতিষ্ঠানকে পাঁচ লাখ টাকা জরিমানা 
ভারত-পাকিস্তান যুদ্ধবিরতি: মোদি-শেহবাজকে অভিনন্দন জানালেন প্রধান উপদেষ্টা
সমন্বিত সড়ক নিরাপত্তায় মিডিয়া ফেলোশিপ’ পেলেন যুগান্তরের ইমন রহমান
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা