যুক্তরাষ্ট্রের মেরিল্যান্ডে গুলিতে নিহত ৩

আন্তর্জাতিক ডেস্ক, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ১০ জুন ২০২২, ১১:০৮

যুক্তরাষ্ট্রের মেরিল্যান্ড অঙ্গরাজ্যে বন্দুকধারীর গুলিতে তিনজন নিহত হয়েছেন।

শুক্রবার এক প্রতিবেদনে বার্তা সংস্থা রয়টার্স জানায়, স্থানীয় সময় বৃহস্পতিবার (৯ জুন) মেরিল্যান্ডের উত্তরাঞ্চলে একটি কারখানায় একজন বন্দুকধারী তার সহকর্মীদের উপর গুলিবর্ষণ করলে এই হতাহতের ঘটনা ঘটে।

এক সংবাদ সম্মেলনে ওয়াশিংটন কাউন্টি শেরিফ ডগলাস মুলেনডোর বলেন, অভিযুক্ত হামলাকারীর বয়স ২৩ বছর। সে একটি আধঅ-স্বয়ংক্রিয় পিস্তল হ্যান্ডগান ব্যবহার করেছিল। সে বন্দুক হামলার পর একটি গাড়িতে পালানোর চেষ্টা করে। পরে এক নিরাপত্তা কর্মীর গুলিতে আহত হয়। বর্তমানে সে পুলিশের হেফাজতে রয়েছে।

বন্দুক হামলার ঘটনায় হতাহত সকলেই পেনসিলভানিয়া অঙ্গরাজ্যের সীমান্তের কাছে উত্তর মেরিল্যান্ডের স্মিথসবার্গের কলম্বিয়া মেশিনের কর্মচারী।

তবে পুলিশের পক্ষ থেকে হামলার উদ্দেশ্য সম্পর্কে জানাতে অস্বীকৃতি জানায়।

(ঢাকাটাইমস/১০জুন/আরআর)

সংবাদটি শেয়ার করুন

আন্তর্জাতিক বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিরোনাম :