বেনাপোলে গ্রীন লাইন পরিবহনের সিটের নিচে মিলল ১০ পিস স্বর্ণের বার

বেনাপোল প্রতিনিধি, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ২৩ জুন ২০২২, ১৮:৩৯

চট্টগ্রাম থেকে বেনাপোল গামী একটি গ্রীন লাইন পরিবহনের সিটের নিচে পরিত্যক্ত অবস্থায় ১০ পিস স্বর্ণেরবার উদ্ধার করেছে বিজিবি সদস্যরা।এ সময় কাউকে আটক করতে পারেনি বিজিবি।

বৃহস্পতিবার সকাল ১০টার দিকে পরিবহনটি বেনাপোল চেকপোস্ট কেন্দ্রীয় বাস টার্মিনালে আসলে ওই পরিবহনে তল্লাশি চালিয়ে ৭৬৬ গ্রাম ওজনের ১০ পিস স্বর্ণেরবার জব্দ করেছে বিজিবি সদস্যরা। যার সিজার মূল্য ৬৬ লাখ টাকা।

যশোর ৪৯ বিজিবি ব্যাটালিয়নের লে. কর্নেল শাহেদ মিনহাজ সিদ্দিকী স্বর্ণ জব্দের বিষয়টি নিশ্চিত করে জানান, গোপন সংবাদে জানতে পারি চট্রগ্রাম থেকে বেনাপোলগামী গ্রীন লাইন নামের পরিবহনে স্বর্ণের একটি চালান ভারতে পাচারের জন্য বেনাপোলের উদ্দেশে আসছে। পরিবহনটি বেনাপোল চেকপোস্ট কেন্দ্রীয় বাস টার্মিনালে আসলে তাতে তল্লাশি চালিয়ে সিটের নিচ থেকে ১০টি স্বর্ণের বার পাওয়া যায়। এ সময় স্বর্ণের কোনো মালিক শনাক্ত করা সম্ভব হয়নি বলে তিনি জানান।

(ঢাকাটাইমস/২৩জুন/এআর)

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিরোনাম :