রাজশাহীতে ড্রেনে অজ্ঞাত পরিচয় যুবকের মরদেহ

রাজশাহী ব্যুরো, ঢাকাটাইমস
  প্রকাশিত : ২৯ জুন ২০২২, ২২:৫০
অ- অ+

রাজশাহী মহানগরীর একটি পয়ঃনিস্কাশন ড্রেনের নালায় পড়েছিল অজ্ঞাত পরিচয় এক যুবকের মরদেহ। স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে বুধবার সন্ধ্যায় ওই যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। সন্ধ্যা সাড়ে ৭টার দিকে মহানগরীর বোয়ালিয়া থানা পুলিশ বিসিক-ম্যাচ ফ্যাক্টরি ঈদগাহ মাঠের পাশের নালা থেকে ওই মরদেহ উদ্ধার করে। পরে ময়নাতদন্তের জন্য রাজশাহী মেডিক্যাল কলেজ (রামেক) হাসপাতালের মর্গে পাঠায়।

রাজশাহী মহানগরীর বোয়ালিয়া মডেল থানার অফিসার ইনচার্জ মাজহারুল ইসলাম জানান, ওই যুবকের মরদেহ নালায় পড়ে থাকতে দেখে স্থানীয়রা পুলিশে খবর দেয়। পরে পুলিশ গিয়ে মরদেহ উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠায়। মারা যাওয়া ওই যুবককে আশপাশের কেউ চিনতে পারছেন না। তাই তার পরিচয় এখনও শনাক্ত করা সম্ভব হয়নি। তবে ওই যুবকের আনুমানিক বয়স ২৪ বছর হবে। তার পরিচয় শনাক্তের চেষ্টা চলছে।

তিনি আরও জানান, ওই যুবক দুর্ঘটনা নিহত হয়েছেন নাকি হত্যার শিকার হয়েছেন তা নিশ্চিত হওয়া যায়নি। ময়নাতদন্তের প্রতিবেদন পেলে মৃত্যুর কারণ নিশ্চিত হওয়া যাবে। এ ঘটনায় থানায় হত্যা মামলা হবে বলেও জানান এই পুলিশ কর্মকর্তা।

(ঢাকাটাইমস/২৯জুন/এলএ)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
পল্লীবন্ধু এরশাদ চিরকাল মানুষের হৃদয়ে কণক প্রদীপ হয়ে জ্বলবেন
চাঁদা না দেওয়ায় পল্লবীতে ব্যবসা প্রতিষ্ঠানে সন্ত্রাসী হামলা, গুলিবর্ষণ: গ্রেপ্তার ৩
ছন্দে ফিরলেন লিটন, সমতায় ফিরল টাইগাররা
১২ দিনে রেমিট্যান্স এলো ১০৭ কোটি মার্কিন ডলার
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা