মৌলভীবাজারে শুদ্ধাচার পুরস্কার পেলেন ৬ জন

নিজস্ব প্রতিবেদক, মৌলভীবাজার
  প্রকাশিত : ৩০ জুন ২০২২, ১৯:৩৭
অ- অ+

মৌলভীবাজারের কুলাউড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা এটিএম ফরহাদ চৌধুরীসহ ৬ কর্মকর্তা-কর্মচারী পেলেন জাতীয় শুদ্ধাচার পুরস্কার।

বৃহস্পতিবার সকালে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জেলা প্রশাসক মীর নাহিদ আহসানের সভাপতিত্বে এই পুরস্কার প্রদান করা হয়। সরকারি কর্মকর্তা-কর্মচারীদের শুদ্ধাচার চর্চার উৎসাহ প্রদানের নিমিত্তে এই পুরস্কার চালু করা হয়।

অনুষ্ঠানে জেলা প্রশাসক মীর নাহিদ আহসান জাতীয় শুদ্ধাচার কৌশল কর্ম-পরিকল্পনা ২০২১-২০২২ মোতাবেক প্রাতিষ্ঠানিক ব্যবস্থা, সচেতনতা বৃদ্ধি, শুদ্ধাচার চর্চার জন্য প্রণোদনা প্রদান, ই-গভর্নেন্স ও সেবার মান উন্নীতকরণ, স্বচ্ছতা ও জবাবদিহি, জনসেবা সহজীকরণের লক্ষ্যে উদ্ভাবনী উদ্যোগ ও সেবা পদ্ধতি সহজীকরণের ওপর গুরুত্বারোপ করেন।

মৌলভীবাজার জেলায় ‘জাতীয় শুদ্ধাচার পুরস্কার ২০২১-২২’ প্রাপ্তরা হলেন এটিএম ফরহাদ চৌধুরী, উপজেলা নির্বাহী অফিসার, কুলাউড়া, মো. রফিকুল ইসলাম, সহকারী কমিশনার, কানু ভূষণ চক্রবর্তী, উপ-প্রশাসনিক কর্মকর্তা, জেএম শাখা, বিনয় চন্দ্র দেব, উপ-প্রশাসনিক কর্মকর্তা, উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়, বড়লেখা, সঞ্জিত চন্দ্র রায়, অফিস সহায়ক, ইউনিয়ন ভূমি অফিস, ইন্দেশ্বর, রাজনগর, সংযুক্তি নেজারত শাখা, মো. জায়েদ মিয়া পরিচ্ছন্নতাকর্মী, উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়, কমলগঞ্জ।

(ঢাকাটাইমস/৩০জুন/এআর)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
বহুল প্রত্যাশিত কালুরঘাট সেতুর ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন প্রধান উপদেষ্টা
বাজারে এলো ‘রিয়েলমি ১৪ ৫জি’ এবং ‘রিয়েলমি ১৪টি ৫জি’ স্মার্টফোন
তরুণদের নিয়ে আবার গণতন্ত্র প্রতিষ্ঠার আন্দোলনে নামতে হবে: মজনু
সেলিব্রিটি ক্রিকেট লিগে অশ্লীলতা: ৬ মডেল ও ৩ নির্মাতাকে আইনি নোটিশ
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা