‘বন্যায় ক্ষতিগ্রস্তদের পুনর্বাসনে পদক্ষেপ নেয়া হবে’

নিজস্ব প্রতিবেদক, সুনামগঞ্জ
  প্রকাশিত : ০২ জুলাই ২০২২, ২১:২৫
অ- অ+

‘এলাকার বানভাসি মানুষদের দেখতে এসেছি। বন্যায় ক্ষতিগ্রস্তদের পুনর্বাসনের প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করা হবে বলে জানিয়ে ত্রাণ ও দুর্যোগ ব্যবস্থাপনা প্রতিমন্ত্রী ডা. এনামুর রহমান।

তিনি বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা আমাকে পাঠিয়েছেন আপনাদের বন্যা পরিস্থিতি দেখার জন্য। আমি আপনাদের দুর্ভোগের কথা জানাব। পর্যাপ্ত পরিমাণে ত্রাণ আছে, ভয় পাওয়ার কিছু নাই।

শনিবার দুপুরে সুনামগঞ্জ জেলার ধর্মপাশা উপজেলা পরিষদ ও প্রশাসনের আয়োজনে মতবিনিময় সভায় এসব কথা বলেন।

প্রতিমন্ত্রী আরও বলেন, বঙ্গবন্ধুর প্রতি আপনারা আস্থা রেখেছেন- শেখ হাসিনার প্রতিও আস্থা রাখেন। কোন ভয় নাই তিনি সব খবর রাখছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা আপনাদের পাশে আছে।

এসময় ছিলেন দুর্যোগ ও ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয় সম্পর্কিত কমিটির সদস্য এ বি এম তাজুল ইসলাম, সুনামগঞ্জ -১ সংসদ সদস্য প্রকৌশলী মোয়াজ্জেম হোসেন রতন, সুনামগঞ্জ-৫ আসনের সংসদ সদস্য মহিবুর রহমান মানিক, ফরিদপুর -৪ সংসদ সদস্য মুজিবুর রহমান চৌধুরী নিক্সন, দিনাজপুর -৬ সংসদ সদস্য শিবলী সাদিক, বাগেরহাট -২ সংসদ সদস্য শেখ সারহান নাসের তন্ময় প্রমুখ।

(ঢাকাটাইমস/০২জুলাই/এলএ)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
ধামরাই কি আমাদের মনোজাগতিক পঁচনকেই দৃশ্যমান করল?
কারবালার নৃশংস ঘটনা: নেপথ্যে কারা?
৪৪তম বিসিএস: পররাষ্ট্র ক্যাডারে প্রথম হলেন ডা. শামীম শাহরিয়ার
ইতিহাসে তাৎপর্যময় ১০ মহররম, যা ঘটেছে যা ঘটবে
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা