বেলুচিস্তানে বাস খাদে পড়ে নিহত অন্তত ১৯

আন্তর্জাতিক ডেস্ক, ঢাকাটাইমস
  প্রকাশিত : ০৩ জুলাই ২০২২, ১৫:৫০
অ- অ+

পাকিস্তানের বেলুচিস্তান প্রদেশের জোব জেলায় রবিবার সকালে একটি যাত্রীবাহী বাস খাদে পড়ে যায়। দুর্ঘটনায় কমপক্ষে ১৯ জন নিহত এবং ১১ জন আহত হয়েছে বলে দেশটির সংবাদ মাধ্যম ডন জানিয়েছে।

৩০ জনেরও বেশি যাত্রী নিয়ে বাসটি ইসলামাবাদ থেকে কোয়েটার দিকে যাচ্ছিল।

শেরানীর সহকারী কমিশনার মেহতাব শাহর বরাত দিয়ে ডন জানায়, ধনা সরের কাছে এ ঘটনা ঘটে। দ্রুত গতিতে বাসটি খাদে পড়ে যায়, এতে ১৯ যাত্রী নিহত ও ১১ জন আহত হয়।

তিনি আরো জানান, উদ্ধারকারী দলগুলি তথ্য পাওয়ার পরপরই ঘটনাস্থলে ছুটে যায়। মৃতদেহগুলিকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে এবং সেখানে তাদের শনাক্ত করার প্রক্রিয়া চলছে।

ঢোবের সিভিল হাসপাতালের মেডিক্যাল সুপারিনটেনডেন্ট ডা. নুরুল হক জানান, আহতদের হাসপাতালে আনা হচ্ছে, তাদের অবস্থা আশঙ্কাজনক।

নিহতের সংখ্যা আরও বাড়তে পারে বলেও তিনি শঙ্কা প্রকাশ করেছেন।

এদিকে বেলুচিস্তানের মুখ্যমন্ত্রী মীর আবদুল কুদুস বিজেঞ্জো এই ঘটনায় নিহতদের জন্য শোক প্রকাশ করেছেন। তিনি নিহতদের পরিবারের প্রতি আন্তরিক সমবেদনাও জানিয়েছেন। তিনি আহতদের চিকিৎসা নিশ্চিত করতে ঢোবের সিভিল হাসপাতালে জরুরি অবস্থা ঘোষণা করার নির্দেশ দেন।

প্রধানমন্ত্রী শাহবাজ শরিফও প্রাণ হারানোর ঘটনায় গভীর শোক ও দুঃখ প্রকাশ করেন। রেডিও পাকিস্তানের প্রতিবেদনে বলা হয়েছে, প্রধানমন্ত্রী আহতদের তাৎক্ষণিক ও চিকিৎসা সহায়তা প্রদানের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে নির্দেশ দিয়েছেন।

গত মাসে উত্তর বেলুচিস্তানের কিলা সাইফুল্লাহ জেলার কাছে একটি যাত্রীবাহী ভ্যান খাদে পড়ে এক পরিবারের নয় সদস্যসহ ২২ জন নিহত হয়। লোরালাই থেকে জোব যাওয়ার পথে ২৩ জন যাত্রী নিয়ে ভ্যানটি আখতারজাই এলাকায় পৌঁছলে ২০০ ফুট গভীর খাদে পড়ে যায়।

কিলা সাইফুল্লাহর জেলা প্রশাসক হাফিজ মুহাম্মদ কাসিম কাকার বলেন, চালক দ্রুত গতিতে রাস্তার একটি বাঁকের প্রতিরক্ষা দেয়াল ভেঙ্গে শত শত ফুট গভীর ‍ুখাদে পড়ে যায়।

(ঢাকাটাইমস/৩জুলাই/এসএটি)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
পাবনায় বিএনপি-জামায়াত সংঘর্ষ: মোটরসাইকেল ও অফিস ভাঙচুর, হাসপাতালে ভর্তি ৫
বিএনপি মানবিক বাংলাদেশ গড়তে চায়: আমিনুল হক 
অভ্যুত্থানের পর সরকারের কর্তব্য ছিল শিক্ষাখাতের সংস্কারে মনোযোগ দেওয়া: সাকি
৫ রোহিঙ্গাকে বাংলাদেশে পুশ-ইন করেছে বিএসএফ 
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা