আফতাবনগর ও বনশ্রী পশুর হাট ক্রেতাশূন্য

পুলক রাজ, ঢাকাটাইমস
| আপডেট : ০৭ জুলাই ২০২২, ১১:০৬ | প্রকাশিত : ০৬ জুলাই ২০২২, ২৩:২৮

রাজধানীর আফতাবনগর ও বনশ্রী পশুর হাট এখনও অনেকটা ক্রেতাশূন্য। বুধবার (০৬ জুলাই) সরেজমিনে এই দুই হাট ঘুরে দেখা গেছে, দেশের বিভিন্ন অঞ্চল থেকে পাইকাররা বিভিন্ন পশু নিয়ে এসেছেন। ডাকাডাকি করেও ক্রেতাদের কোনো ধরনের প্রতিক্রিয়া নেই। এখন পর্যন্ত যে সংখ্যক পশু হাটে এসেছে এগুলো বিক্রি হলে ঈদের আগের রাত পর্যন্ত আরও দেশি-বিদেশি পশু আসবে বলে জানিয়েছেন বিক্রেতারা।

বিক্রেতাদের সঙ্গে কথা বলে জানা যায়, হাটে ক্রেতার আগমন খুবই কম থাকায় বিক্রেতারা সন্তুষ্ট নয়। ফলে অলস সময় কাটাচ্ছেন তারা। হাটে ব্যবসায়ীরা অনেক পশু নিয়ে এসেছেন। তবে এখনও বিক্রি শুরু হয়নি। ঈদের আগের দিনের অপেক্ষায় আছেন বিক্রেতারা।

কিশোরগঞ্জ থেকে মিজানুর রহমান নামে এক গরু বিক্রেতা ২০টি গরু আফতাবনগর গরুর হাটে নিয়ে এসেছেন।

গরু বিক্রেতা মিজানুর রহমান ঢাকাটাইমসকে বলেন, আমি কোনো কূল-কিনারা পাচ্ছি না। আফতাবনগর গরুর হাট খুবই মন্দা। আমি ভেবেছিলাম রাজধানীর আফতাবনগর গরুর হাটে বেচাকেনা ভালো হবে। কিন্তু তার উল্টো ঘটেছে একদমই ক্রেতা নেই এই হাটে। আমার পালিত ২০টি গরু এনেছি, এর মধ্যে ৩টি গরু বিক্রি করার পর ১৭টি গরু রয়েছে বিক্রি করার বাকি। এই ১৭টি গরু বিক্রি না করতে পারলে আমার অনেক বেশি লোকসান হয়ে যাবে। গরু আনতে ট্রাক ভাড়া, রাস্তার খরচসহ নিজেদের থাকার খরচ তো আছেই। সবকিছু মিলিয়ে এবার গরুর দাম বেশি। ফলে ক্রেতাদের আগমন নেই বললেই চলে।

গরু বিক্রেতা আলম মিয়া ঢাকাটাইমসকে বলেন, আমি বনশ্রী হাটে আমার পালিত ১৫টি গরু কোরবানি ঈদে বিক্রি করার জন্য এনেছি। গরু বিক্রি করতে মহাবিপদে আছি। পশুর খাদ্যের খরচ অতিরিক্ত বেড়েছে। ফলে বেশি দামে ক্রেতাদের গরু কিনতে হবে। আমাদেরকেই বেশি দামে গরু কিনতে হয়েছে। এর মধ্যে ক্রেতারা পশুর হাটে একদম কম আসা যাওয়া করছেন। যারা আসছেন তারা দামাদামি করে চলে যাচ্ছেন। তবে গতকাল ৭০ হাজারে একটা গরু বিক্রি করেছি। অন্য বছর কোরবানির বাজার জমজমাট থাকে। ক্রেতাদেরও ভিড় থাকে। কিন্তু এ বছর ক্রেতা একদম কম। তবে ঈদের আগের দিন পর্যন্ত অপেক্ষায় আছি ভালো কিছুর আশায়।

গরু দেখতে আসা ফয়জুর রহমান ঢাকা টাইমসকে বলেন, ঈদের আগের দিন গরু কিনবো। প্রতিদিনই একটা না একটা পশুর হাটে যাচ্ছি। আজ বনশ্রী গরুর হাট ঘুরে আফতাবনগর হাটে এসেছি। এবার গরু প্রচুর ওঠেছে পশু হাটগুলোতে। বিক্রেতার প্রতি বিশ্বাস ওঠে গেছে। কারণ রোগা গরু নিয়ে আসে হাটে। তো আমার মনে হচ্ছে এবার ক্রেতারা আমার মতো যাচাই-বাছাই করে কিনবে কোরবানির গরু।

(ঢাকাটাইমস/০৬জুলাই/পিআর/কেএম)

সংবাদটি শেয়ার করুন

রাজধানী বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

রাজধানী এর সর্বশেষ

২০৫০ সালের মধ্যে ঢাকার কার্বন নিঃসরণ কমানো হবে ৭০ ভাগ

দাবি না মানলে আমরণ অনশন: হুঁশিয়ারি শিক্ষক-কর্মচারী পরিষদের

প্রতিষ্ঠাবার্ষিকীতে শিশুদের মাঝে ১০ হাজার গাছ বিতরণ বাবুল্যান্ড ইনডোর প্লে-গ্রাউন্ডের

বন্যহাতির পায়ে পিষ্টে মৃত বাংলাদেশিদের ক্ষতিপূরণের দাবি

নয়াপল্টনে ককটেল বিস্ফোরণ

রাজধানীতে দুই ঘণ্টায় ৮৭ মিলিমিটার বৃষ্টি, সড়কে ভোগান্তি

রাজধানীর সুষ্ঠু ট্রাফিক ব্যবস্থাপনায় ডিএমপি কমিশনারের বিশেষ উদ্যোগ

পরশুরাম সমিতি ঢাকার উদ্যোগে আলাউদ্দিন নাসিমকে সংবর্ধনা

উত্তরায় বিআরটি প্রকল্পের প্রকৌশলীকে পিটিয়ে হত্যা: বাসের হেলপার গ্রেপ্তার 

পুরোনো রূপে ফিরছে লালকুঠি

এই বিভাগের সব খবর

শিরোনাম :