২০২৩ সালে চীনকে ছাড়িয়ে জনসংখ্যায় শীর্ষে থাকবে ভারত

আন্তর্জাতিক ডেস্ক, ঢাকাটাইমস
  প্রকাশিত : ১১ জুলাই ২০২২, ২০:১০
অ- অ+

আগামী বছর চীনকে পেছনে ফেলে বিশ্বে মোট জনসংখ্যায় শীর্ষ দেশ হবে ভারত। আর চলতি বছরের নভেম্বর মাসের দ্বিতীয় সপ্তাহে বিশ্বে মোট জনসংখ্যা ৮০০ কোটি ছাড়িয়ে যাবে।

২০২২ সালে বৈশ্বিক জনসংখ্যা নিয়ে জাতিসংঘের অর্থনীতি এবং সামাজিক বিষয় শাখা একটি প্রতিবেদন প্রকাশ করেছে।

প্রতিবেদনে বলা হয়, বর্তমানে চীনের মোট জনসংখ্যা সবচেয়ে বেশি। চলতি বছরের শেষে ভারতের মোট জনসংখ্যা হবে ১৪১ কোটি ২০ লাখে। আর এ সময় চীনের মোট জনসংখ্যা হবে ১৪২ কোটি ৬০ লাখে। কিন্তু আগামী বছর নাগাদ জনসংখ্যার দিক দিয়ে চীনকে ছাড়িয়ে যেতে পারে ভারত।

প্রতিবেদনে বলা হয়, গত ২০ বছরে বিশ্বে মোট জনসংখ্যা সাত গুণ বৃদ্ধি পেয়েছে। চলতি বছরের নভেম্বরের মাঝামাঝিতে বিশ্বে মোট জনসংখ্যা আটশ কোটি বা আট বিলিয়ন ছাড়িয়ে যাবে। ২০৩০ সালে এ সংখ্যা সাড়ে আটশ কোটি ছাড়িয়ে যাবে। আর ২০৫০ সালে তা নয়শ সত্তর কোটি হবে।

ধারণা করা হচ্ছে, ২০৮০ সালে মোট জনসংখ্যা সাড়ে এক হাজার কোটি হবে। আর ২১০০ সাল পর্যন্ত জনসংখ্যার পরিমাণ ওই সংখ্যাতেই স্থির থাকবে।

সংস্থাটির সেক্রেটারি অ্যান্তোনিও গুতেরেস পরিবেশের সুরক্ষায় প্রত্যেকের দায়িত্বের প্রতি জোর দিয়েছেন।

পাশাপাশি তিনি জানান, মানুষের আয়ুষ্কাল বৃদ্ধি পেয়েছে। আর মাতৃ মৃত্যুহার নিম্নমুখী।

(ঢাকাটাইমস/১১জুলাই/আরআর)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
কুষ্টিয়ায় জাসদ কর্মী হত‌্যার ঘটনায় ছাত্রদল নেতাসহ আটক ৩
চীন-মৈত্রী সম্মেলন কেন্দ্রে বিএনপির আলোচনা সভা চলছে
নরসিংদীতে ৮ মামলার আসামিকে গুলি ও কুপিয়ে হত্যা
কলরেকর্ড ফাঁসের জেরে থাই প্রধানমন্ত্রী পেতংতার্ন বরখাস্ত
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা