রাজশাহীতে নারীর বিবস্ত্র লাশ উদ্ধার

রাজশাহী ব্যুরো
  প্রকাশিত : ০৫ আগস্ট ২০২২, ১৫:৫৫
অ- অ+

রাজশাহী মহানগরীর বহরমপুর এলাকায় একটি বাড়ি থেকে বিবস্ত্র অবস্থায় রুপালি নামে এক নারীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। নিহতের স্বজনদের দাবি, এটি হত্যাকাণ্ড।

রাজপাড়া থানার অফিসার ইনচার্জ জাহাঙ্গীর আলম জানান, শুক্রবার সকালে ঘরের দরজা খুলে সিড়ির পাশে বিবস্ত্র অবস্থায় পড়ে থাকা রুপালির রক্তাক্ত মরদেহ দেখে পুলিশে খবর দেন বাড়ির মালিক লাভলী আখতার ও তার ছেলে। এরপর পুলিশ নগরীর বহরমপুর এলাকার একটি বাড়ি থেকে নিহতের লাশ উদ্ধার করে।

পুলিশের এ কর্মকর্তা জানান, মাস খানেক আগে ওই বাড়ির দুই তলার একটি কক্ষ ভাড়া নিয়েছিলেন রুপালি। নিহতের দ্বিতীয় স্বামী সৌদি আরবে থাকায় বাড়িতে একাই থাকতেন তিনি। এরই মধ্যে আলামত সংগ্রহ করেছে সিআইডি। ফরেনসিক রিপোর্ট হাতে পেলে ঘটনার বিস্তারিত জানা যাবে।

এদিকে এ ঘটনায় প্রাথমিক জিজ্ঞাসাবাদের জন্য বাড়িওয়ালার তিন ছেলেকে আটক করে থানায় নিয়ে আসা হয়েছে। বর্তমানে নিহতের লাশ ময়নাতদন্তের জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে বলেও জানায় পুলিশ।

(ঢাকাটাইমস/৫আগস্ট/এসএম)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
সিগারেটের প্যাকেটের দাম সর্বনিম্ন ৯০ টাকা করার দাবি ডর্‌প যুব ফোরামের
ইশরাককে মেয়র হিসেবে শপথ গ্রহণের দাবিতে নগরভবনে তালা
জামালপুরের মেলান্দহে সুইপার কলোনিতে আগুন, দগ্ধ হয়ে বৃদ্ধার মৃত্যু 
নোয়াখালীতে বন্দুকসহ মাদক কারবারি আটক 
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা