দিল্লিতে জাল পাসপোর্টসহ দুই বাংলাদেশি আটক

আন্তর্জাতিক ডেস্ক, ঢাকাটাইমস
  প্রকাশিত : ১৪ আগস্ট ২০২২, ১৫:৩৯| আপডেট : ১৪ আগস্ট ২০২২, ১৫:৪৩
অ- অ+

ভারতের দিল্লির রামপাল চক এলাকার একটি বাড়ি থেকে ডজনখানেক ভুয়া পাসপোর্টসহ দু’জন বাংলাদেশি নাগরিককে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তারকৃতদের কাছে বাংলাদেশের বিভিন্ন মন্ত্রণালয়ের জাল রাবার স্ট্যাম্প পাওয়া গেছে।

১৪ আগস্ট রবিবার এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে পশ্চিমবঙ্গের আনন্দবাজার সংবাদমাধ্যম।

দ্বারকার ডেপুটি কমিশনার এম হর্ষ বর্ধন জানিয়েছেন, ভারতের ৭৬তম স্বাধীনতা দিবসের আগে দিল্লিতে রুটিনমাফিক তল্লাশি অভিযান পরিচালনা করা হয়। তখন রামপাল চক এলাকায় অভিযানের সময় একটি বাড়ি থেকে মুহাম্মদ মুস্তাফা ও মুহাম্মদ হুসেন শেখ নামে দু’জন বাংলাদেশিকে গ্রেপ্তার করা হয়।

সাংবাদিকদের হর্ষ বর্ধন বলেন,‘‘ওই দুই ব্যক্তির কাছ থেকে ১১টি ভুয়া পাসপোর্টসহ বাংলাদেশের বিভিন্ন মন্ত্রণালয় এবং নোটারির জাল রাবার স্ট্যাম্প বাজেয়াপ্ত করা হয়। ওই পাসপোর্টগুলো বাংলাদেশের বিভিন্ন নাগরিকের নামে করা হয়েছিল। আর জাল রাবার স্ট্যাম্পগুলো কীভাবে তারা সংগ্রহ করেছে, তার যথাযথ উত্তর দিতে পারেনি তারা।’’

পুলিশের জিজ্ঞাসাবাদে আটক দুইজন বলেন, ভারতে চিকিৎসার উদ্দেশ্যে যাওয়া বাংলাদেশি নাগরিকদের এজেন্ট হিসেবে কাজ করতেন তারা। তাদের এই অভিযোগ তদন্ত করছে দিল্লি পুলিশ।

আটক দুই বাংলাদেশির বিরুদ্ধে ফরেনার্স অ্যাক্ট এবং ভারতীয় দণ্ডবিধির ৪৬৮ ধারায় মামলা দায়ের করা হয়েছে।

(ঢাকাটাইমস/১৪আগস্ট/আরআর)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
পাবনায় অবৈধভাবে ফসলি জমির মাটি কাটার অভিযোগে ১৪ জন আটক
ব্রহ্মপুত্র নদে ভেসে উঠল নিখোঁজ ২ ভাইয়ের মরদেহ
তাপপ্রবাহ থেকে সুরক্ষিত থাকতে যেসব নির্দেশনা দিল স্বাস্থ্য অধিদপ্তর
ঢাকাসহ ৫৬ জেলার ওপর দিয়ে বইছে তাপপ্রবাহ, আট জেলায় তীব্র
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা