ফেনীতে ৩০ টাকায় ওএমএস ও টিসিবির চাল বিক্রি শুরু

নিজস্ব প্রতিনিধি, ফেনী
 | প্রকাশিত : ০১ সেপ্টেম্বর ২০২২, ১৫:৫১

ফেনীতে ওএমএস ও টিসিবির চাল বিক্রির কার্যক্রম শুরু হয়েছে। বৃহস্পতিবার থেকে জেলার ৬০ হাজার ৯৫৪ জন ভোক্তা ৩০ টাকা করে মাসে দুবার করে ১০ কেজি চাল কিনতে পারবেন। জেলা প্রশাসনের সহযোগিতায় জেলা খাদ্য বিভাগ এ কর্মসূচি বাস্তবায়ন করছে।

বৃহস্পতিবার সকালে পৌরসভা প্রাঙ্গণে প্রধান অতিথি থেকে কর্মসূচির উদ্বোধন করেন স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক ড. মঞ্জুরুল ইসলাম। এসময় পৌরসভার মেয়র নজরুল ইসলাম স্বপন মিয়াজী, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আনোয়ার হুসেইন পাটোয়ারীসহ খাদ্য বিভাগের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

জেলা প্রশাসন ও খাদ্য বিভাগ সূত্র জানায়, বাজার থেকে ওএমএস এর চাল কেনার পাশাপাশি টিসিবির কার্ডধারীরা ওএমএস কার্যক্রমের সঙ্গে সমন্বয় করে পাক্ষিক ৫ কেজি করে মাসে দুইবার মোট ১০ কেজি চাল কিনতে পারবেন। সপ্তাহে ৫ দিন জেলা সদরের ১৮ জন ওএমএস ডিলারের মধ্যে ৬ জনের মাধ্যমে পর্যায়ক্রমে প্রতিদিন ২ মেট্টিক টন করে ১২ মেট্টিক টন চাল প্রতিকেজি ৩০ টাকা দরে বিক্রয় করা হবে।

পাশাপাশি জেলার অপর ৫ উপজেলায় নিয়োগকৃত ১৭ জন ডিলারের মাধ্যমে দৈনিক ডিলার প্রতি ২ হাজার মেট্টিক টন হারে ৩৪ হাজার মেট্টিক টন চাল বিতরণ করা হবে।

বুধবার সংবাদ সম্মেলনে জেলা প্রশাসক আবু সেলিম মাহমুদ উল হাসান জানিয়েছেন, ‘টিসিবির কার্ডধারীদের জন্য আলাদা লাইন থাকবে। তারা সুষ্ঠুভাবে চাল ক্রয় করতে পারবেন। কেউ যদি অনিয়ম করে তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

এছাড়া ওএমএস কার্যক্রম সুষ্ঠুভাবে তদারকির লক্ষ্যে খাদ্য বিভাগ কর্তৃক তদারকি কর্মকর্তা নিয়োগ করা হয়েছে। উপজেলা পর্যায়ে ট্যাগ অফিসাররা তদারকি করবেন। পাশাপাশি উপজেলা নির্বাহী কর্মকর্তারা নিয়মিত পরিদর্শন করবেন।

(ঢাকাটাইমস/০১সেপ্টেম্বর/এসএম)

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

বাংলাদেশ এর সর্বশেষ

মির্জাপুর উপজেলা পরিষদ নির্বাচন: দুই প্রার্থীর মনোনয়নপত্র বাতিল

রিভিউয়ের মাধ্যমে হোল্ডিং ট্যাক্স সহনীয় পর্যায় নিয়ে আসা হবে: সিসিক মেয়র

এসএসসির ফলাফলে গোপালগঞ্জ জেলায় তৃতীয় রাবেয়া-আলী গার্লস স্কুল অ্যান্ড কলেজ

নড়াইলে বজ্রপাতে স্কুলছাত্র ও গাভীর মৃত্যু

টানা দ্বিতীয়বার ভান্ডারিয়া উপজেলা চেয়ারম্যান হলেন মিরাজুল ইসলাম

সালথায় ১২ কেজি গাঁজাসহ তিন মাদককারবারি গ্রেপ্তার

সাংবাদিকের ওপর হামলার প্রতিবাদে সিরাজদিখান রিপোর্টার্স ইউনিটির মানববন্ধন 

সোনারগাঁয়ে দুই কোটি টাকার ইয়াবাসহ কারবারি গ্রেপ্তার

এসএসসিতে যশোর বোর্ডে সেরা সাতক্ষীরা

রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শন করলেন পররাষ্ট্র মন্ত্রণালয়ের সংসদীয় কমিটি

এই বিভাগের সব খবর

শিরোনাম :