প্রধানমন্ত্রীর সঙ্গে চলি, তার সঙ্গে সুর মিলিয়ে কথা বলি: স্বরাষ্ট্রমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস
  প্রকাশিত : ২৫ সেপ্টেম্বর ২০২২, ২১:১০| আপডেট : ২৫ সেপ্টেম্বর ২০২২, ২১:১৬
অ- অ+

স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল বলেছেন, ‘আমি প্রধানমন্ত্রীর সঙ্গে চলি, তার সঙ্গে সুর মিলিয়ে কথা বলি। আমরা দেশের নারীদের যদি মূল ধারায় আনতে না পারতাম, তাহলে দেশের অগ্রগতি এতোখানি আসতো না। দেশের উন্নয়ন এতো বেশি সম্ভব হতো না।

রবিবার রাজধানীর ইস্কাটন লেডিস ক্লাবে বাংলাদেশ নারী উদ্যোক্তা সোসাইটির তৃতীয় কনভেনশনে স্বরাষ্ট্রমন্ত্রী এসব কথা বলেন।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ২০১২ সালের দিকে প্রধানমন্ত্রী শেখ হাসিনা নারী ক্ষমতায়নের কথা বললেন। এসময় দেশের অনেক বোদ্ধা রাজনৈতিক ব্যক্তি নড়েচড়ে বসলেন। প্রধানমন্ত্রী যে একজন দূরদর্শী নেতা সেটা বার বার প্রমাণ করেছেন তার কাজের মাধ্যমে।

মন্ত্রী বলেন, প্রধানমন্ত্রীর নারী ক্ষমতায়নের উদ্যোগ আজ সফল হয়েছে। শিক্ষা, সেবা, স্বাস্থ্য ক্ষেত্রে আজকে নারীরা এগিয়ে আছে। ২০০৮ সালে যখন ক্ষমতায় আসলাম, তখন দেখলাম সন্ধ্যার পরে কোনো নারী বাসায় ফিরতে পারত না। আজকে সেই অবস্থার আমূল পরিবর্তন হয়েছে।

স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান বলেন, নারীরা নিজেদের অধিকার আদায় করে নিতে শিখেছে। অধিকার নিয়ে কথা বলতে শিখেছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা এটাই চেয়েছেন যে, দেশের নারীরা যেন তাদের মতামত দিতে পারে। দেশের নারীরা আজকে সেই জায়গায় আসতে পেরেছে বলে বিশ্বাস করি।

(ঢাকাটাইমস/২৫সেপ্টেম্বর/এএইচ/কেএম)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
ইসরায়েলি হামলায় এক দিনে আরও ১০৫ ফিলিস্তিনি নিহত, আহত ৩৫৬
গাজায় বোমা বিস্ফোরণে পাঁচ ইসরায়েলি সেনার মৃত্যু
নেতানিয়াহুর সঙ্গে হোয়াইট হাউসে ট্রাম্পের বৈঠক, ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠা প্রসঙ্গে যা বললেন
সুপারফুড কাঁঠাল ক্যানসারের ঝুঁকি কমায়, রক্তশূন্যতা প্রতিরোধেও কার্যকর
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা