বাংলাদেশ নৌকা থেকে ক্রুজে পরিণত হয়েছে: চীনের রাষ্ট্রদূত

নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ২৫ সেপ্টেম্বর ২০২২, ২০:২৯

বাংলাদেশ নৌকা থেকে ক্রুজ শিপে (বিলাসবহুল প্রমোদতরী) পরিণত হয়েছে বলে মন্তব্য করেছেন ঢাকায় নিযুক্ত চীনের রাষ্ট্রদূত লি জিমিং। তিনি আরও বলেন, বাংলাদেশে আমার নিজের তিন বছরের অভিজ্ঞতা থেকে আমি বলতে পারি যে, বঙ্গোপসাগর থেকে একটি অত্যাশ্চর্য মুক্তা উঠছে।

শনিবার রাতে পূর্বাচলে বঙ্গবন্ধু বাংলাদেশ-চীন মৈত্রী প্রদর্শনী কেন্দ্রে গণপ্রজাতন্ত্রী চীনের প্রতিষ্ঠার ৭৩তম বার্ষিকী উদযাপনে এক সংবর্ধনা অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

রাষ্ট্রদূত বলেন, চীন ও বাংলাদেশ বন্ধুত্বপূর্ণ প্রতিবেশী এবং অপরিহার্য কৌশলগত অংশীদার। যৌথ উন্নয়নে বাংলাদেশ ও বিশ্বে চীন নিবেদিত থাকবে। বাংলাদেশ নৌকা থেকে ক্রুজে পরিণত হয়েছে, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে প্রবল বিপরীত গতি ও স্রোতে সত্ত্বেও এগিয়ে চলেছে।

তিনি আরও বলেন, বাংলাদেশে আমার নিজের তিন বছরের অভিজ্ঞতা থেকে আমি বলতে পারি যে, বঙ্গোপসাগর থেকে একটি অত্যাশ্চর্য মুক্তা উঠছে।

রাষ্ট্রদূত বলেন, দুই প্রতিবেশী দেশের দক্ষ নেতৃত্বে বাংলাদেশ ও চীনের মধ্যে বন্ধুত্বপূর্ণ বন্ধন দীর্ঘ ও চিরকাল অটুট থাকবে।

‘দুই দেশের মধ্যে সহযোগিতার একাধিক ক্ষেত্রে অর্থনৈতিক সহযোগিতা নিঃসন্দেহে সবচেয়ে নজরকাড়া’ —যোগ করেন তিনি।

তিনি আরও বলেন, গত বছর আমাদের দ্বিপাক্ষিক বাণিজ্য ২৫ বিলিয়ন মার্কিন ডলার ছাড়িয়েছে। চীনে বাংলাদেশের রপ্তানি বাড়াতে চীন ৯৮% শুল্কমুক্ত সুবিধা দিয়েছে।

কোভিড-১৯-এর বিরুদ্ধে লড়াই এবং মহামারী পরবর্তী পুনরুদ্ধারের ক্ষেত্রে বাংলাদেশ ও চীন সবসময় একসঙ্গে দাঁড়িয়েছে জানিয়ে রাষ্ট্রদূত বলেন, আমরা একে অপরকে মহামারি মোকাবেলায় সরঞ্জাম, টেস্টিং কিট, টিকা এবং আরও অনেক কিছুতে সাহায্য করেছি।

লি জিমিং বলেন, মহামারি চলাকালীন আটকে পড়া বাংলাদেশি শিক্ষার্থীদের ফিরিয়ে নিতে এখানকার চীনা দূতাবাস পুনরায় ভিসা প্রদান শুরু করেছে।

পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। এতে অন্যদের মধ্যে রাজনৈতিক নেতৃবৃন্দ, ঢাকায় নিযুক্ত কূটনীতিক, ব্যবসায়ী ও সিনিয়র সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

(ঢাকাটাইমস/২৫সেপ্টেম্বর/ইএস)

সংবাদটি শেয়ার করুন

জাতীয় বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

জাতীয় এর সর্বশেষ

কর্মসংস্থান সৃষ্টি করাই সরকারের প্রধান লক্ষ্য: তথ্য উপদেষ্টা

রাষ্ট্রপতি অপসারণ ইস্যুতে রাজনৈতিক ঐকমত্যের বাইরে যাবে না সরকার

হত্যাচেষ্টা মামলায় আসামি খন্দকার গোলাম ফারুক, দুদকেও ৩ হাজার কোটি টাকা দুর্নীতির অভিযোগ

বিমানবন্দরে আটকে দেওয়া হলো সাবেক ডিএমপি কমিশনার ফারুককে, কোথায় যাচ্ছিলেন তিনি?

উত্তরবঙ্গে হালকা বৃষ্টির আভাস, কেমন থাকবে তাপমাত্রা? আরও যা জানাল আবহাওয়া দপ্তর

সাতসকালে দূষিত ঢাকার বাতাস, যাদের জন্য ‘অস্বাস্থ্যকর’

নারীর প্রতি সহিংসতা একটি সামাজিক ব্যাধি: উপদেষ্টা শারমীন

সোমবার লেবানন থেকে দেশে ফিরবেন আরও ৩০ বাংলাদেশি

‘শহীদ পরিবারকে সহায়তা ও আহতদের সুচিকিৎসা সরকারের অন্যতম কাজ’

ছাত্রলীগের কেউ মিটিং-মিছিল করলে ব্যবস্থা: আইজিপি

এই বিভাগের সব খবর

শিরোনাম :