মালয়েশিয়ায় নির্মাণাধীন ভবনে কংক্রিট ধসে বাংলাদেশির মৃত্যু

ঢাকাটাইমস ডেস্ক
| আপডেট : ২৮ সেপ্টেম্বর ২০২২, ১১:৪৮ | প্রকাশিত : ২৮ সেপ্টেম্বর ২০২২, ০৯:২১

মালয়েশিয়ায় নির্মাণাধীন ভবনের ধসে পড়া কংক্রিটের স্তূপের নিচ থেকে একজন বাংলাদেশি নির্মাণ শ্রমিকের মৃতদেহ পাওয়া গেছে।

মঙ্গলবার জালান আমপাংয়ের অক্সলে টাওয়ারে এ দুর্ঘটনা ঘটে। গতকাল মঙ্গলবার দ্য মালয়েশিয়ান রিজার্ভ এ খবর প্রকাশ করে।

কুয়ালালামপুর ফায়ার অ্যান্ড রেসকিউ ডিপার্টমেন্টের অপারেশন সেন্টারের মতে, সোমবার রাত ১২টা ২৩ মিনিটে কল পাওয়ার পরে একটি দলকে ঘটনাস্থলে পাঠানো হয়।

সিনিয়র অপারেশন কমান্ডার নুরুল আধা আব্দুল মজিদ বলেন, তারা ঘটনাস্থলে পৌঁছে দেখেন যে ভবনটির ৫১তম তলায় কংক্রিট ধসে পড়েছে, যেটি নির্মাণাধীন ছিল এবং এর নিচে একজন আহত হয়েছেন।

‘ভিকটিমকে অপসারণের জন্য কংক্রিট কেটে ফেলতে হয়েছিল অগ্নিনির্বাপকদের। গতকাল সকাল ৭টা ২১ মিনিটে ধ্বংসস্তূপের নিচ থেকে ভিকটিমকে সরিয়ে নেওয়া হয়েছে,’ গতকাল এক বিবৃতিতে বলেন তিনি।

অপারেশন কমান্ডার নুরুল আধা আব্দুল মজিদ জানান, ৩৫ বছর বয়সী ওই ভুক্তভোগীকে ঘটনাস্থলে মৃত ঘোষণা করে মেডিকেল টিম।

(ঢাকাটাইমস/২৮সেপ্টেম্বর/এফএ)

সংবাদটি শেয়ার করুন

প্রবাসের খবর বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিরোনাম :