ময়মনসিংহের সাফজয়ী ৮ নারী ফুটবলারকে সংবর্ধনা

ময়মনসিংহ ব্যুরো, ঢাকাটাইমস
  প্রকাশিত : ২৯ সেপ্টেম্বর ২০২২, ১৪:৪২| আপডেট : ২৯ সেপ্টেম্বর ২০২২, ১৫:১৪
অ- অ+

ফুটবল ফেডারেশন ময়মনসিংহ জেলা শাখা সাফ চ্যাম্পিয়নশিপ শিরোপা জয়ী আট নারী ফুটবলারকে ফুলেল শুভেচ্ছায় বরণ করে নিয়েছে।

বৃহস্পতিবার দুপুর ১২টার দিকে ময়মনসিংহ কমিউনিটি বেজড মেডিকেল কলেজ হাসপাতালের সামনের সড়কে ফুটবল ফেডারেশনের নেতা তাদের ফুল দিয়ে বরণ করেন।

নারী ফুটবল দলের এই ৮ নারী ফুটবলারের বাড়ি ময়মনসিংহের ধোবাউড়া উপজেলায়।

তাদের অভিনন্দন জানানোর জন্য কমিউনিটি বেজড হাসপাতাল চত্বরের সামনের সড়কে আগে থেকেই ভক্ত-সমর্থকরা উপস্থিত হয়েছিলেন। সড়কের দুইপাশে দাঁড়িয়ে ফুটবলারদের শুভেচ্ছা জানান তারা। বরণের পর ফুটবলারদের খোলা ছাদের গাড়িতে করে ময়মনসিংহ নগরীর সার্কিট হাউজে নিয়ে যাওয়া হয়।

নগরীর শিল্পাচার্য জয়নুল আবেদিন পার্কের বৈশাখী মঞ্চে আট ফুটবলারকে যৌথভাবে জেলা প্রশাসন, জেলা পুলিশ ও ফুটবল ফেডারেশনের উদ্যোগে সংবর্ধনা দেওয়ার আয়োজন করা হয়েছে।

উপজেলার কলসিন্দুর গ্রামের সাফ শিরোপা জয়ী এই আট ফুটবলকন্যার জন্য এর আগে গত ২১ সেপ্টেম্বর চার লাখ টাকা পুরস্কার দিয়েছে ময়মনসিংহ জেলা প্রশাসন।

(ঢাকাটাইমস/২৯সেপ্টেম্বর/এআর)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
নির্বাচনের আগেই ফ্যাসিস্টদের বিচার হবে : আইন উপদেষ্টা
ফিরে দেখা ৮ জুলাই: ‘বাংলা ব্লকেড’ শেষে সরকারকে আল্টিমেটাম, সমন্বয়ক কমিটি গঠন
নির্বাচিত হলে স্থানীয় সব সমস্যা সমাধানের আশ্বাস আমিনুল হকের
মিলন-জাদুর ঝলক কি দেখা যাবে আবার?
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা