দেড় ঘণ্টায় নিয়ন্ত্রণে এলো গাজীপুরের ঝুট গোডাউনের আগুন

গাজীপুর প্রতিনিধি, ঢাকাটাইমস
| আপডেট : ০৭ অক্টোবর ২০২২, ০৮:২১ | প্রকাশিত : ০৭ অক্টোবর ২০২২, ০০:৩২

গাজীপুর সিটি করপোরেশনের কোনাবাড়ি আমবাগ এলাকায় ঝুটের গোডাউনে লাগা আগুন দেড় ঘণ্টা পর নিয়ন্ত্রণে এসেছে।

জয়দেবপুর ও ডিবিএল ফায়ার সার্ভিসের যৌথ চেষ্টায় বৃহস্পতিবার রাত ১১টার দিকে আগুন নিয়ন্ত্রণে আসে। এখন ডাম্পিংয়ের কাজ চলছে।

বিষয়টি নিশ্চিত করেছেন ডিবিএল ফায়ার সার্ভিসের কর্মকর্তা মিরাজুল ইসলাম।

ডিবিএল ফায়ার সার্ভিসের কর্মকর্তা মিরাজুল ইসলাম বলেন, আমবাগে ঝুটের গোডাউনে লাগা আগুন রাত ১১টার দিকে নিয়ন্ত্রণে এসেছে। এখন ডাম্পিংয়ের কাজ চলছে। এ ঘটনায় কোনো হতাহতের ঘটনা ঘটেনি। আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ পরে জানা যাবে।

এর আগে রাত সাড়ে ৯টার দিকে এ আগুন লাগে। পরে স্থানীয়রা আগুন নিয়ন্ত্রণে চেষ্টা করে ব্যর্থ হয়ে ফায়ার সার্ভিসে খবর দেয়। খবর পেয়ে প্রথমে কাশিমপুর ডিবিএল ফায়ার সার্ভিস কাজ শুরু করে। পরে জয়দেবপুর ফায়ার সার্ভিসের আরও ২টি ইউনিট এসে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে।

(ঢাকাটাইমস/০৭অক্টোবর/এলএ)

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিরোনাম :