‘জনগণ দুর্বৃত্তায়নে অতিষ্ঠ, প্রয়োজন বিকল্প রাজনৈতিক শক্তি’

নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ০৭ অক্টোবর ২০২২, ২০:৩১

দেশে রাজনৈতিক সংকট চলছে বলে মন্তব্য করে বাংলাদেশ ন্যাপ চেয়ারম্যান জেবেল রহমান গানি। বলেছেন, ‘রাজনৈতিক কারণে দেশের গণতন্ত্র আজ হুমকির মুখে। জনগণ দুর্নীতি ও দুর্বৃত্তায়নের কারণে অতিষ্ঠ। এ অবস্থা থেকে জনগণকে মুক্তি দিতে প্রয়োজন বিকল্প দেশপ্রেমিক রাজনৈতিক শক্তি।’

শুক্রবার (০৭ অক্টোবর) নীলফামারীর ডিমলা ভবন প্রাঙ্গণে ডিমলা উপজেলার জাতীয় পার্টির সাবেক সাধারণ সম্পাদক জাকারিয়া হোসেন রাজুর নেতৃত্বে পাঁচ শতাধিক নেতাকর্মীর বাংলাদেশ ন্যাশনাল আওয়ামী পার্টি-বাংলাদেশ ন্যাপ'-এ যোগদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন গানি।

জেবেল রহমান গানি বলেন, ‘গণতান্ত্রিক প্রক্রিয়া অব্যাহত রাখার দায়িত্ব রাজনীতিকদের, বিশেষ করে যারা চালকের আসনে আছেন তাদের। আর গণতান্ত্রিক প্রক্রিয়া ব্যাহত হলে সেটা রাজনীতিকদের ভুল ও গোঁয়ার্তুমির কারণেই হয়।’

তিনি বলেন, ‘গণতান্ত্রিক প্রক্রিয়া সমুন্নত রাখার অন্যতম পূর্বশর্ত হলো সংলাপ-সমঝোতা ও পরমতসহিষ্ণুতা। যা বাংলাদেশের রাজনীতিতে অনুপস্থিত। ফলে যে কোনো অপশক্তির উদ্ভব ঘটার সমূহ আশংকা রয়েছে। এমনটি হলে এর প্রথম শিকার হবেন রাজনীতিকরা, যেমনটি হয়েছিল এক-এগারোর প্রেক্ষাপটে। তাই রাজনৈতিক নেতাদের দ্রুত সংলাপে বসে সংকটের সমাধান করতে হবে। দেশকে বিপর্যয় থেকে রক্ষা করতে হবে।'

প্রধান বক্তার বক্তব্যে দলের মহাসচিব এম. গোলাম মোস্তফা ভুইয়া বাংলাদেশ ন্যাপ-এ যোগদানকারী নেতা-কর্মীদের স্বাগত জানিয়ে বলেন, 'বর্তমানে দেশে এক ভয়াবহ রাজনৈতিক শূন্যতা বিরাজ করছে। রাজনীতি শূণ্য এই পরিস্থিতি কোনো অবস্থায়ই দেশের জন্য মঙ্গলজনক নয়। রাজনৈতিক শূন্যতা অপশক্তির উর্বর ক্ষেত্র। জনগনের পক্ষের রাজনৈতিক শক্তি এখন অনুপস্থিত। জনগনের পক্ষের রাজনৈতিক শক্তি প্রতিষ্ঠায় আমাদের কাজ করে যেতে হবে।'

তিনি বলেন, 'রাজনৈতিক শূন্যতার সুযোগে ধর্মান্ধ উগ্র শক্তি মাথাচাড়া দিয়ে উঠার সমস্ত লক্ষণ পরিলক্ষিত হচ্ছে। এ বিষয়ে শাসক গোষ্ঠি সহ রাজনৈতিক শক্তিগুলোর কোনো মাথা ব্যথা আছে বলে মনে হয় না। শাষক গোষ্ঠীর ভুলে যাচ্ছে এর জন্য তাদের যেমন মাশুল দিতে হবে, দেশকেও অনেক সমস্যার সম্মুক্ষিন হতে হবে। '

বাংলাদেশ ন্যাপ ডিমলা উপজেলা সমন্বয় কমিটির সদস্য ও প্রবীণ রাজনীতিক আবদুর রহমানের সভাপতিত্বে ও কেন্দ্রীয় সদস্য মোফাক্কারুল ইসলাম পেলবের সঞ্চালনায় প্রধান বক্তা হিসাবে বক্তব্য রাখেন ন্যাপ মহাসচিব এম. গোলাম মোস্তফা ভুইয়া, বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন দলের প্রেসিডিয়াম সদস্য ব্যারিষ্টার মশিউর রহমান গানি, বক্তব্য রাখেন দলের প্রবীণ নেতা ওয়াহেদুর রহমান, লুৎফর রহমান, ডোমার উপজেলা বাবু জগবন্ধু রায়, যোগদানকারীদের মধ্যে জাতীয় পার্টি ডিমলা উপজেলা সাবেক সাধারণ সম্পাদক জাকারিয়া হোসেন রাজু, যুগ্ম সম্পাদক আবদুল মতিন, আমজাদ হোসেন লিখন, ডিমলা সদর ইউনিয়ন সভাপতি দুলাল ইসলাম প্রমুখ।

অনুষ্ঠানে জাতীয় পার্টি ডিমলা উপজেলা সাবেক সাধারণ সম্পাদক জাকারিয়া হোসেন রাজু, যুগ্ম সম্পাদক আবদুল মতিন, আমজাদ হোসেন লিখন, দপ্তর সম্পাদক আবদুস শুক্কুর, নেত্বত্বে পাঁচ শতাধিক নেতা-কর্মী যোগদান করেন।

আরো যোগ দান করেন জাপা ডিমলা সদর ইউনিয়ন সভাপতি দুলাল ইসলাম, বালাপাড়া সভাপতি আবদুল জাব্বার, পশ্চিম ছাতনাই সভাপতি জালাল উদ্দীন, সাবেক সরকারী কর্মকর্তা বিশ্বনাথ সিংহ রায়, খগাখড়িবাড়ী ইউনিয়ন বিএনপি সাংগঠনিক সম্পাদক আইয়ুব হোসেন খান রাজু প্রমুখ।

(ঢাকাটাইমস/৭অক্টোবর/এলএম/কেএম)

সংবাদটি শেয়ার করুন

রাজনীতি বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

রাজনীতি এর সর্বশেষ

এই বিভাগের সব খবর

শিরোনাম :