মির্জাপুরে কোটা সংস্কার আন্দোলনে ১৮ জন গ্রেপ্তার

মির্জাপুর (টাঙ্গাইল) প্রতিনিধি, ঢাকা টাইমস
  প্রকাশিত : ২৬ জুলাই ২০২৪, ১৩:৩৩
অ- অ+

টাঙ্গাইলের মির্জাপুরে কোটা সংস্কার আন্দোলন চলাকালীন বিগত ৭ দিনে ১৮ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তারকৃত সবাই বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মী বলে জানা গেছে। তাদের মির্জাপুর থানার পুরোনো দুটি নাশকতার মামলায় গ্রেপ্তার করা হয়েছে বলে পুলিশ জানিয়েছে।

গ্রেপ্তারকৃতদের মধ্যে ১৫ জনের নাম জানা গেছে।

তারা হলেন- উপজেলার তরফপুর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মোজাম্মেল হোসেন, সদস্য আব্দুস সালাম, জাকির হোসেন, জামুর্কী ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক ফিরোজ আলম মুক্তা, কর্মী রফিক দেওয়ান, গোড়াই ইউনিয়নের ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক আওলাদ হোসেন, পৌর স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক মাহবুব সিদ্দিকী, যুবদল কর্মী রবিন মিয়া, মহেড়া ইউনিয়নের ভাতকুড়া ওয়ার্ড বিএনপির সভাপতি জহিরুল ইসলাম, ভাতগ্রাম ইউনিয়ন যুবদলের সভাপতি শাহাদৎ হোসেন, ভাওড়া ইউনিয়ন যুবদলের সাবেক সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম, উপজেলা যুবদলের সাবেক যুগ্ম আহ্বায়ক মাসুদ সিকদার, আজগানা ইউনিয়ন শ্রমিকদলের সাধারণ সম্পাদক বাছেদ দেওয়ান, জামুর্কী ইউনিয়নের ওয়ার্ড স্বেচ্ছাসেবকদল সভাপতি শাহাদৎ হোসেন।

এছাড়া গত বছরের ৩১ অক্টোবর বিএনপি-পুলিশ সংঘর্ষ চলাকালীন মসজিদের মাইকে নেতাকর্মীদের সংগঠিত হওয়ার আহবান জানানোর ঘটনায় পৌর এলাকার বংশাই সেলুঘাট মসজিদের মুয়াজ্জিন ওমর ফারুককে গ্রেপ্তার করেছে পুলিশ। সংঘর্ষের ঘটনায় ওই সময় মির্জাপুর থানায় একটি নাশকতার মামলা করা হয়েছিল।

টাঙ্গাইল জেলা বিশেষ শাখা (ডিএসবি) এর মির্জাপুরের দায়িত্বপ্রাপ্ত পরিদর্শক মো. ওয়াজেদ বলেন, নাশকতাকারী সন্দেহে তাদেরকে গ্রেপ্তার করা হয়েছে।

(ঢাকা টাইমস/২৬জুলাই/এসএ)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
সাফ অনূর্ধ্ব-১৯ চ্যাম্পিয়নশিপের সেমিফাইনালে বাংলার যুবারা
ব্রাহ্মণবাড়িয়ায় একদিনে বজ্রপাতে প্রাণ গেল ৫ জনের
বাউফলে বিদ্যুতের তারে জড়িয়ে শ্রমিকের মৃত্যু
আবদুল হামিদের দেশ ছাড়ার ঘটনায় তিন উপদেষ্টার তদন্ত কমিটি
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা