ঘোড়াশাল বিদ্যুৎ কেন্দ্রের ৫ নম্বর ইউনিটে ফের উৎপাদন শুরু

নরসিংদী প্রতিনিধি, ঢাকাটাইমস
  প্রকাশিত : ২০ অক্টোবর ২০২২, ১১:৪৯
অ- অ+

জাতীয় গ্রিডে বিপর্যয়ের পর নরসিংদীর ঘোড়াশাল তাপ বিদ্যুৎকেন্দ্রের ৫ নম্বর ইউনিটে আবারো বিদ্যুৎ উৎপাদন শুরু হয়েছে।

বুধবার রাত ১০টার পর উৎপাদন শুরু হয়। বিষয়টি নিশ্চিত করেছেন; ঘোড়াশাল তাপ বিদ্যুৎ কেন্দ্রের ভারপ্রাপ্ত প্রধান প্রকৌশলী আবু বক্কর ছিদ্দিক।

এর আগে জাতীয় গ্রিডে বিদ্যুৎ বিপর্যয়ের পর এ ইউনিট চালুর দুদিন পর ১২ অক্টোবর বিদ্যুৎ উৎপাদন বন্ধ হয়ে গিয়েছিল।

তিনি বলেন, গত ৪ অক্টোবর জাতীয় গ্রিডে বিদ্যুৎ বিপর্যয় দেখা দিলে এখানে যান্ত্রিক ত্রুটি দেখা দেয়। এতে বিদ্যুৎ কেন্দ্রের ২১০ মেগাওয়াট ক্ষমতা সম্পন্ন ৫ নম্বর ইউনিটটি বন্ধ হয়ে যায়। দীর্ঘ ৭ দিন পর যান্ত্রিক ত্রুটি সমাধান করে গত ১০ অক্টোবর ইউনিটটি চালু করা হয়। কিন্তু চালুর দুদিনের মাথায় ইউনিটটির বেয়ারিং ভেঙে আবারো উৎপাদন বন্ধ হয়ে যায়। এরপর গত ৯ দিন ধরে ইউনিটটির বেয়ারিং মেরামতের কাজ শেষ করে বুধবার রাত থেকে এ ইউনিটে উৎপাদন শুরু হয়।

(ঢাকাটাইমস/২০অক্টোবর/এসএম)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
নির্বাচনের আগেই ফ্যাসিস্টদের বিচার হবে : আইন উপদেষ্টা
ফিরে দেখা ৮ জুলাই: ‘বাংলা ব্লকেড’ শেষে সরকারকে আল্টিমেটাম, সমন্বয়ক কমিটি গঠন
নির্বাচিত হলে স্থানীয় সব সমস্যা সমাধানের আশ্বাস আমিনুল হকের
মিলন-জাদুর ঝলক কি দেখা যাবে আবার?
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা