চুয়াডাঙ্গায় মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে কিশোরের মৃত্যু

চুয়াডাঙ্গায় মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে ইজিবাইকের সঙ্গে ধাক্কায় আহাত আলী (১৫) নামে এক কিশোর নিহত হয়েছে। আহত হয়েছে আরো এক কিশোর হারুন অর রশিদ জজ (১৬)। সম্পর্কে তারা চাচা-ভাতিজা।
সোমবার সকাল সাড়ে ৯টার দিকে চুয়াডাঙ্গা পৌর এলাকার বাসটার্মিনালের সামনে এ দুর্ঘটনা ঘটে।
নিহত আহাদ আলী শ্রীকোল বোয়ালিয়া মাধ্যমিক বিদ্যালয়ের অষ্টম শ্রেণির ছাত্র। আহত হারুন অর রশিদ একই বিদ্যালয়ের নবম শ্রেণির ছাত্র।
সদর হাসপাতালের জরুরী বিভাগের কর্তব্যরত চিকিৎসক শাপলা খাতুন বলেন, হাসপাতালে নেওয়ার আগেই মারা যান আহাদ আলী। আহত হারুন অর রশিদকে হাসপাতালে ভর্তি রেখে চিকিৎসা দেওয়া হচ্ছে।
সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহাব্বুর রহমান বলেন, সকালে নিজেদের মোটরসাইকেল মেরামত করতে ভাতিজা আহাদকে সঙ্গে নিয়ে চুয়াডাঙ্গা শহরের দিকে আসছিল হারুন। এসময় বাসটার্মিনালে পৌঁছালে তাদের মোটরসাইকেলটি নিয়ন্ত্রণ হারিয়ে একটি ইজিবাইকে ধাক্কা দেয়। এতে গুরুতর আহত হয় তারা। স্থানীয়রা তাদের উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে নিলে জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক আহাদকে মৃত ঘোষণা করেন।
তিনি জানান, নিহতের মরদেহ সদর হাসপাতালে রাখা হয়েছে। ওই ঘটনায় আইনগত বিষয়টি প্রক্রিয়াধীন রয়েছে।
(ঢাকাটাইমস/২৪অক্টোবর/এসএম)

মন্তব্য করুন