চলে গেলেন চিত্রনায়িকা অঞ্জনার স্বামী পরিচালক আজিজুর রহমান

বিনোদন প্রতিবেদক, ঢাকাটাইমস
  প্রকাশিত : ২৪ অক্টোবর ২০২২, ১৪:৪৮| আপডেট : ২৪ অক্টোবর ২০২২, ১৬:১৯
অ- অ+
হাসপাতালে স্বামী আজিজুর রহমানের শয্যাপাশে চিত্রনায়িকা অঞ্জনা রহমান

সত্তর ও আশির দশকের জনপ্রিয় চিত্রনায়িকা অঞ্জনা রহমানের স্বামী পরিচালক-প্রযোজক আজিজুর রহমান মারা গেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। সোমবার ভোর ৩টা ২০ মিনিটে উত্তরার রেডি কেয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

প্রয়াত আজিজুর রহমানের আরও একটি পরিচয় তিনি আশির দশকের জনপ্রিয় চিত্রনায়ক মাহমুদ কলির বড় ভাই। পরিচালনা ও প্রযোজনা পাশাপাশি অঞ্জনার স্বামী প্রযোজক সমিতির সাবেক সভাপতি ছিলেন। তবে তিনি কী রোগে ভুগছিলেন তা জানা যায়নি।

পরিচালক-প্রযোজক আজিজুর রহমানের জন্ম হয়েছিল ১৯৪৬ সালের ১ মে পুরান ঢাকার বংশালে। ১৯৭১ সালে ‘নাচের পুতুল’ চলচ্চিত্রের মাধ্যমে প্রযোজক হিসেবে তিনি আত্মপ্রকাশ করেন। পরিচালনা জীবন শুরু করেন ‘শেষ উত্তর’ সিনেমার মাধ্যমে। ৫০ টিরও বেশি সিনেমা তিনি প্রযোজনা ও পরিচালনা করেন।

আজিজুর রহমান পরিচালিত সিনেমাগুলোর মধ্যে ‘হিম্মতওয়ালী’, ‘নেপালি মেয়ে’, ‘বাপের বেটা’, ‘সন্দেহ’, ‘দেশ-বিদেশ’ ও ‘লালু সরদার’ মোট ছয়টি সিনেমায় অভিনয় করেন তার স্ত্রী চিত্রনায়িকা অঞ্জনা। ছোট ভাই মাহমুদ কলিকেও কয়েকটি সিনেমায় দেখা গেছে।

এই নির্মাতা ও প্রযোজকের মৃত্যুতে শোকপ্রকাশ করেছেন নির্মাতা মুশফিকুর রহমান গুলজার। তিনি বলেছেন, ‘নির্মাতা-প্রযোজকদের যেকোনো সমস্যায় এগিয়ে আসতেন আজিজুর রহমান। এমনকি সমস্যা সমাধানে তিনি গভীর রাতেও ছুটে আসতেন। আমরা একজন ভালো মানুষকে হারালাম।’

জানা গেছে, সোমবার বেলা ১১টার দিকে উত্তরার ৭ নম্বর সেক্টর মসজিদে আজিজুর রহমানের প্রথম জানাজা অনুষ্ঠিত হয়। বাদ জোহর দ্বিতীয় জানাজা শেষে তাকে বনানী কবরস্থানে সমাহিত করা হয়েছে।

(ঢাকাটাইমস/২৪অক্টোবর/এজে)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
কৃত্রিম চিনি ডায়াবেটিস-ক্যানসারের ঝুঁকি বাড়ায়, বিকল্প হিসেবে যেসব খাবার খাবেন
গাজায় ইসরায়েলি হামলায় ৪৩ জন নিহত
থানায় নিয়ে যাওয়ার সময় দুই পুলিশকে সন্দেহভাজন আসামির হাতুড়িপেটা
ভেষজ দেশি গাব ক্যানসার ও ডায়াবেটিস নিয়ন্ত্রণে কার্যকর
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা