নীলফামারীতে প্রধানমন্ত্রীর উপহারের ঘর পেল ৫১টি পরিবার

নীলফামারী প্রতিনিধি, ঢাকাটাইমস
| আপডেট : ২৫ অক্টোবর ২০২২, ১৯:১১ | প্রকাশিত : ২৫ অক্টোবর ২০২২, ১৯:০৭

নীলফামারীতে প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপহারের ঘর পেয়েছে ৫১টি পরিবার। এছাড়াও সুবিধাভোগী প্রতিটি পরিবারকে ১৫ কেজি করে চাল প্রদান করা হয়।

মঙ্গলবার বেলা ১২টায় সদর উপজেলার লক্ষ্মীচাপ ইউনিয়নের দুবাছুরি গ্রামে সদর উপজেলা প্রশাসন আয়োজিত ঘর বিতরণের অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে সুবিধাভোগীদের কাছে জমির দলিলসহ ঘরের চাবি হস্তান্তর করেন নীলফামারী-২ আসনের সংসদ সদস্য আসাদুজ্জামান নূর।

উপজেলা নির্বাহী কর্মকর্তা জেসমিন নাহারের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান শাহিদ মাহমুদ, জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি হাফিজুর রশিদ মঞ্জু, সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি আবুজার রহমান ও সাধারণ সম্পাদক ওয়াদুদ রহমান, মহিলা ভাইস চেয়ারম্যান শান্তনা চক্রবর্তী, জেলা পরিষদের সদস্য ইসরাত জাহান, সদর উপজেলা সমবায় কর্মকর্তা মনজুরুল মোর্শেদ তালকুদার, সদর উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা রিয়াজুল ইসলাম, লক্ষ্মীচাপ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আমিনুর রহমান প্রমুখ।

সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা জেসমিন নাহার জানান, প্রধানমন্ত্রীর বিশেষ উদ্যোগ আশ্রয়ণ-২ প্রকল্পের অধীনে তৃতীয় পর্যায়ে লক্ষ্মীচাপ ইউনিয়নে ৫১টি পরিবারকে জমিসহ সেমি-পাকাঘর প্রদান করা হয়েছে।

পরে সংসদ সদস্য আসাদুজ্জামান নূর বেলা ২টার দিকে নিজস্ব তহবিল থেকে জেলা সদরের টুপামারী ইউনিয়নের রামগঞ্জ বাজারে সম্প্রতি অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ১২ জন ব্যবসায়ীর মধ্যে জনপ্রতি দশহাজার টাকা করে বিতরণ করেন।

(ঢাকাটাইমস/২৫অক্টোবর/এআর)

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

বাংলাদেশ এর সর্বশেষ

এই বিভাগের সব খবর

শিরোনাম :