কর্কট রাশির চাকরি লাভের যোগ প্রবল

আজ জন্ম হলে আপনি বৃশ্চিক রাশির জাতক/জাতিকা। আপনার ওপর প্রভাবকারী গ্রহ: মঙ্গল ও নেপচুন। ৭ তারিখে জম্ম হবার কারনে আপনার উপর নেপচুনের প্রভাব প্রবল।
আপনার শুভ সংখ্যাঃ ৭,১৬,২৫।
আপনার শুভ বর্ণ ঃ লাল ও বেগুণী।
শুভ গ্রহ ও বার ঃ সোম ও মঙ্গল।
শুভ রত্ন : রক্তপ্রবাল ও এমেথিষ্ট।
আজকের দিনের শুভ রং ঃ আজ আপনি লাল ও বেগুণী বর্ণের বস্ত্র পরিধানে সৌভাগ্যের সাক্ষাৎ পেতে পারেন।
মেষ রাশি (২১মার্চ - ২০এপ্রিল) ঃ প্রভাব প্রতিপত্তি বৃদ্ধির দিন। কিছু ঝামেলা আসলেও ব্যবসা বাণিজ্য ও কর্মক্ষেত্রে সফল হওয়ার দিন। বৈদেশিক কাজে সফল হতে পারবেন। মানসিক ভাবে আপনাকে হতে হবে ধৈর্য্যশালী। কোনো অবস্থাতেই রাগ ও জেদ করা যাবে না। ব্যবসায়ীক বিষয়ে আরো বাস্তববাদী হতে চেষ্টা করুন।
বৃষ রাশি (২১ এপ্রিল - ২০ মে) ঃ বিদেশী ভিসা লাভের চেষ্টা সফল হবে। আমদানী রপ্তাণী বাণিজ্যে চলমান সঙ্কটের কিছু অবশান হবে। ট্রাভেল এজেন্সী ও ট্রান্সপোর্ট ব্যবসায় সফল হতে পারবেন। প্রবাসীদের দিনটি কর্মক্ষেত্রে অগ্রগতির দিন। আইনগত জটিলতা থেকে পরিত্রাণের আশা।
মিথুন রাশি (২১ মে - ২০ জুন) ঃ আজ দিনটি বিদেশ থেকে অর্থ লাভের। বৈদেশিক বাণিজ্য থেকে ভালো আয় রোজগার হবে। চাকরিজীবীদের বাড়তি আয়ের চেষ্টা সফল হবে। গৃহস্থালী কাজে বড় ভাই বোনের সাহায্য লাভের আশা। প্রবাসী বন্ধুর কাছ থেকে আজ অর্থ পেতে পারেন।
কর্কট রাশি (২১ জুন - ২০ জুলাই) ঃ কর্মক্ষেত্রে নানা রকম বাধা আসতে থাকবে। পদস্ত কর্মকর্তার সাথে ঝামেলায় জড়িয়ে পড়তে পারেন। এনজিওতে চাকরি লাভের যোগ প্রবল। জীবন জীবীকার জন্য বিদেশ যাত্রা করতে পারেন। প্রভাবশালী ব্যক্তির সাথে জটিলতায় জড়ানো ঠিক হবে না।
সিংহ রাশি (২১জুলাই - ২১ আগস্ট) ঃ জীবীকার জন্য বিদেশ যাত্রার যোগ প্রবল। উচ্চ শিক্ষায় অপ্রত্যাশিত কোনো ঘটনা ঘটতে চলেছে। বৈদেশিক বাণিজ্যে আসবে বাধা বিপত্তি। ধর্মীয় কাজে আসবে সাফল্য। শিক্ষকের সাথে জটিলতায় জড়ানো যাবে না। এতে শিক্ষাজীবনে ইতি ঘটতে পারে।
কন্যা রাশি (২২ আগস্ট - ২২ সেপ্টেম্বর) ঃ ঝুঁকিপূর্ণ বিনিয়োগে অপ্রত্যাশিত ঘটনা ঘটতে পারে। আর্থিক ক্ষেত্রে জটিলতা বৃদ্ধি পেতে পারে। আজ ব্যাংক ঋণ সংক্রান্ত কাজে ঝামেলার আশঙ্কা। পাওনাদারের সাথে বিরোধে জড়িয়ে পড়তে পারেন। পুলিশী হয়রাণি বা গ্রেফতারের আশঙ্কা রয়েছে।
তুলা রাশি (২৩ সেপ্টেম্বর-২১ অক্টোবর) ঃ আজ দাম্পত্য অশান্তি এড়িয়ে চলতে হবে। অংশিদারী ব্যবসা বাণিজ্যে অনাকাঙ্খীত ঘটনা এড়িয়ে চলতে হবে। প্রবাসীদের দিনটি ঝামেলার। কাজ কর্মে আসবে জটিলতা। ক্ষুদ্র ব্যবসায়ীদের ঋণ গ্রহণ থেকে সতর্ক থাকতে হবে।
বৃশ্চিক রাশি (২২ অক্টোবর- ২০ নভেম্বর ) ঃ আজ কর্মক্ষেত্রে অপ্রত্যাশিত কোনো ঘটনা ঘটবে। সহকর্মীদের সাথে বিরোধ এড়িয়ে চলতে হবে। মূল্যবান কিছু হারিয়ে ফেলতে পারেন। নিজের রাগ ও উত্তেজনাকে নিয়ন্ত্রণ করতে হবে। কাজের লোকের সাথে বিরোধে জড়িয়ে পড়তে পারেন।
ধনু রাশি (২১ নভেম্বর - ২০ ডিসেম্বর) ঃ পরীক্ষার্থীদের পড়াশোনায় মনযোগি হতে হবে। প্রেম ভালোবাসায় গা ভাসিয়ে নিজের ভবিষ্যতকে নষ্ট করতে যাবেন না। শিল্পী ও কলাকুশলীদের বিদেশ যাত্রার সুযোগ আসবে। সন্তানে উচ্চ শিক্ষায় বড় কোনো সিদ্ধান্ত নিতে হতে পারে।
মকর রাশি (২১ ডিসেম্বর - ২০জানুয়ারি) ঃ আজ পারিবারিক জীবনে বড় ধরনের বিপর্যয় ঘটতে পারে। স্থাবর সম্পত্তি হাতছাড়া হওয়ার আশঙ্কা প্রবল। আত্মীয়দের দ্বারা ক্ষতিগ্রস্ত হতে পারেন। যানবাহনে বড় ধরনের যান্ত্রিক গোলোযোগ দেখা দিতে পারে। মায়ের সাথে তর্ক বিতর্ক এড়িয়ে চলতে চেষ্টা করুন।
কুম্ভ রাশি (২১ জানুয়ারি - ১৮ফেব্রুয়ারি) ঃ বৈদেশিক যোগাযোগের ক্ষেত্রে সতর্ক হতে হবে। বড় ধরনের তথ্য বিভ্রাটের কারনে আর্থিক ক্ষতির আশঙ্কা প্রবল। সাংসারিক জীবনে ছোট ভাই বোনের সাথে দ্বন্দ্ব সংঘাতে জড়িয়ে পড়তে পারেন। প্রতিবেশী আজ ক্ষতি করার সুযোগ নেবে।
মীন রাশি (১৯ ফেব্রুয়ারি - ২০ মার্চ) ঃ আজ আর্থিক প্রাপ্তিতে অনাকাঙ্খীত বাধা বিপত্তির আশঙ্কা। কোনো ভাবেই নতুন বিনিয়োগ করা ঠিক হবে না। সঞ্চয়ের ক্ষেত্রে বাধা বিপত্তি আসবে। পারিবারিক জীবনে কিছু উত্তপ্ত বাক্য বিনিময় হতে পারে। বিদেশ থেকে অর্থ লাভের যোগ।
( ঢাকাটাইমস/০৭ নভেম্বর /টিটি)

মন্তব্য করুন