চলতি মাসের আট দিনেই ডেঙ্গুতে ৪১ মৃত্যু

নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ০৮ নভেম্বর ২০২২, ১৯:০১

দেশে গত একদিনে ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে আরও পাঁচজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে চলতি মাসের প্রথম আট দিনেই ৪১ জনের মৃত্যু হয়েছে। আর চলতি বছরের ১ জানুয়ারি থেকে আজ পর্যন্ত মশাবাহিত এই রোগে আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে ১৮২ জনের।

মঙ্গলবার স্বাস্থ্য অধিদপ্তরের ডেঙ্গু বিষয়ক প্রতিবেদনে বলা হয়, গত একদিনে ডেঙ্গু নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ৮২০ জন রোগী। এ নিয়ে নভেম্বরের প্রথম আট দিনে হাসপাতালের ভর্তি হলেন ৬ হাজার ৭৭৮ জন। আর এ বছর এ পর্যন্ত মোট ৪৪ হাজার ৮০২ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন।

নতুন রোগীদের ৪৫০ জন ঢাকায় এবং ঢাকার বাইরের ৩৭০ জন ।বাইরের রোগীদের মধ্যে ১১১ জন চট্টগ্রাম বিভাগের। এছাড়া ময়মনসিংহ বিভাগে ১৪ জন, খুলনা বিভাগে ৭৪ জন, রাজশাহী বিভাগে ৩৩ জন, বরিশাল বিভাগে ৫২ জন, রংপুর বিভাগে ৬ জন এবং সিলেট বিভাগে ৮ জন ডেঙ্গু রোগী ভর্তি হয়েছেন

বর্তমানে সারাদেশের বিভিন্ন হাসপাতালে ৩ হাজার ২২৩ ডেঙ্গু রোগী চিকিৎসা নিচ্ছেন। তাদের মধ্যে ঢাকার ৫৩টি সরকারি-বেসরকারি হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন ১ হাজার ৯৪৭ জন। অন্যান্য বিভাগের বিভিন্ন সরকারি-বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন আছেন ১ হাজার ২৭৬ জন।

এর আগে ২০১৯ সালে সারাদেশে ১ লাখ ১ হাজার ৩৫৪ জন রোগী ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছিল। মৃত্যু হয়েছিল ১৬৪ জনের।

(ঢাকাটাইমস/০৮নভেম্বর/পিআর/আরকেএইচ)

সংবাদটি শেয়ার করুন

জাতীয় বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিরোনাম :