ডেমরায় বিদ্যুৎস্পৃষ্টে নির্মাণ শ্রমিকের মৃত্যু

নিজস্ব প্রতিবেদক, ঢাকা টাইমস
 | প্রকাশিত : ১০ মে ২০২৪, ১৩:২৬

রাজধানীর ডেমরায় পাইলিংয়ের কাজ করার সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে এক নির্মাণ শ্রমিকের মৃত্যু হয়েছে। নিহত শ্রমিকের নাম মো. আসমত (৪০)।

শুক্রবার সকালের দিকে ডেমরার বাঁশেরপুল এলাকায় এ দুর্ঘটনা ঘটে। পরে মুমূর্ষু অবস্থায় তাকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে গেলে জরুরি বিভাগের দায়িত্বরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক বাচ্চু মিয়া। তিনি বলেন, ‘মরদেহ হাসপাতালের জরুরি বিভাগের মর্গে রাখা হয়েছে। আমরা নিহত ওই শ্রমিকের স্বজনদের খবর পাঠিয়েছি। বিষয়টি সংশ্লিষ্ট থানা পুলিশকে জানানো হয়েছে।’

আসমতের সহকর্মী জাহাঙ্গীর বলেন, ‘আজ সকালে একটি নতুন ভবনে আসমতসহ আমরা কয়েকজন পাইলিংয়ের কাজ করছিলাম। আসমত একটি লোহার পাইপ লম্বালম্বিভাবে দাঁড় করানোর সময় অসাবধানতাবশত সেটি বিদ্যুতের তারে জড়িয়ে যায়। এতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে অচেতন হয় আসমত। পরে তাকে ঢাকা মেডিকেলে নিয়ে এলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।’

(ঢাকাটাইমস/১০মে/এলএম)

সংবাদটি শেয়ার করুন

জাতীয় বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিরোনাম :