অবসরপ্রাপ্ত অতিরিক্ত সচিব মোহাম্মদ হাবিবুর রহমান মারা গেছেন

নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস
| আপডেট : ১২ নভেম্বর ২০২২, ১২:২৭ | প্রকাশিত : ১২ নভেম্বর ২০২২, ১১:১৩

অবসরপ্রাপ্ত অতিরিক্ত সচিব মোহাম্মদ হাবিবুর রহমান মারা গেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। গত বুধবার (৯ নভেম্বর) রাত সাড়ে আটটার দিকে তিনি ইন্তেকাল করেন।

নিহতের পরিবার সূত্রে জানা যায়, রাজধানীর আদাবর বায়তুল আমান হাউজিং সোসাইটি জামে মসজিদে জানাজা শেষে তাকে মিরপুর বুদ্ধিজীবী কবরস্থানে দাফন করা হয়েছে।

কর্মজীবনে সিলেট বিভাগের প্রথম বিভাগীয় কমিশনার এবং ফেনী জেলার প্রথম জেলা প্রশাসকসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব পালন করেছেন মোহাম্মদ হাবিবুর রহমান। আগামী ১৮ নভেম্বর (শুক্রবার) বাদ আছর আদাবরের বায়তুল আমান হাউজিং সোসাইটির ৮ নম্বর সড়কের ৫৭৮ নম্বর বাড়ির নিজ বাসভবনে তার কুলখানি অনুষ্ঠিত হবে।

(ঢাকাটাইমস/১২নভেম্বর/ইএস)

সংবাদটি শেয়ার করুন

প্রশাসন বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিরোনাম :