ইসরায়েল অধিকৃত জেরুজালেমে পৃথক বিস্ফোরণে নিহত ১, আহত ২২

অনলাইন ডেস্ক
 | প্রকাশিত : ২৩ নভেম্বর ২০২২, ২০:০৩

ইসরায়েল অধিকৃত ফিলিস্তিনের বায়তুল মুকাদ্দাস তথা জেরুজালেমে দু'টি বাসস্ট্যান্ডে পৃথক বিস্ফোরণে একজন নিহত ও ২২ জন আহত হয়েছেন। তাদের মধ্যে চারজনের অবস্থা গুরুতর। কোনো কোনো সূত্র বলছে, বিস্ফোরণে অন্তত দু'জন ইহুদি নাগরিক প্রাণ হারিয়েছে।

অধিকৃত পশ্চিম তীরের নাবলুস শহরে ইসরাইলি বাহিনীর হাতে ১৬ বছর বছরের এক ফিলিস্তিনি শহীদ হওয়ার কয়েক ঘণ্টার মধ্যে বুধবার সকালে এ বিস্ফোরণের ঘটনা ঘটে।

প্রথম বিস্ফোরণটি হাইওয়ে সড়কের পাশের একটি বাসস্ট্যান্ডে ঘটে। এর আধা ঘণ্টার মধ্যে পৃথক স্থানে আরেকটি বিস্ফোরণ ঘটে।

বিস্ফোরণের সময় ঘটনাস্থলে থাকা ইয়োসেফ হাইম গাবে নামের একজন চিকিৎসক ওয়াশিংটন পোস্টকে বলেছেন, এখানে বেশ ক্ষয়ক্ষতি হয়েছে। আহতদের মধ্যে কয়েকজনের প্রচুর রক্তক্ষরণ হচ্ছে। চারজনের অবস্থা গুরুতর।

বিস্ফোরণে নিহত ব্যক্তির কানাডা ও ইসরায়েলের যৌথ নাগরিকত্ব রয়েছে।

আল-জাজিরার খবরে বলা হয়, প্রথম বিস্ফোরণটি হয় স্থানীয় সময় সকাল সাতটায়। জেরুজালেম শহরে প্রবেশের পশ্চিমমুখের সড়কে এ বিস্ফোরণ হয়। এই বিস্ফোরণে আহত চারজনের অবস্থা আশঙ্কাজনক। একটি মোটরসাইকেলে বেঁধে রাখা বোমায় এ বিস্ফোরণ হয়।

আর দ্বিতীয় বিস্ফোরণটি হয় প্রথম বিস্ফোরণের আধা ঘণ্টা পর, জেরুজালেমের উত্তরাংশে রামোত জাংশনে। এই দুই বিস্ফোরণে অন্তত ২২ জন আহত হয়েছেন।

এলি লেভি নামে পুলিশের একজন মুখপাত্র ওয়াশিংটন পোস্টকে বলেছেন, গত কয়েক বছরের মধ্যে ইসরায়েলে এমন হামলার ঘটনা ঘটেনি।

এ হামলার ব্যাপারে ফিলিস্তিনের ইসলামি প্রতিরোধ আন্দোলন হামাস বলেছে, ইহুদিবাদীদের আগ্রাসন ও অপরাধের জবাবে পশ্চিম বায়তুল মুকাদ্দাসে আজকের হামলা চালানো হয়েছে।

হামাসের মুখপাত্র আব্দুল লাতিফ আল কানু বলেন, বায়তুল মুকাদ্দাসে ইহুদিবাদীদের একের পর এক হামলা এবং এই শহরকে ইহুদিকরণ ও খণ্ড-বিখণ্ড করার তৎপরতার জবাবেই ফিলিস্তিনিদের পক্ষ থেকে এই হামলা চালানো হয়েছে।

সম্প্রতি পশ্চিম তীরে ফিলিস্তিনিদের প্রতিরোধ সংগ্রাম জোরদার হয়েছে। এ পরিস্থিতিতে সেখানে ফিলিস্তিনিদের বিরুদ্ধে ইসরাইলি হত্যা-নির্যাতন বেড়েছে।

ঢাকাটাইমস/২৩নভেম্বর/ইএস

সংবাদটি শেয়ার করুন

আন্তর্জাতিক বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

আন্তর্জাতিক এর সর্বশেষ

আফগানিস্তানে বন্যায় নিহতের সংখ্যা বেড়ে ৩১৫

এবার সমাবর্তন বর্জন ভার্জিনিয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের

পশ্চিম এশিয়ায় পরিযায়ী পাখিদের প্রধান শীতকালীন আবাস ইরান

কানাডায় শিখ নেতা হরদীপ হত্যাকাণ্ডে আরও ১ জন গ্রেপ্তার

আগামী বছরই অবসর নেবেন মোদি, প্রধানমন্ত্রী হবেন অমিত শাহ: বিস্ফোরক দাবি কেজরিওয়ালের 

৩ লাখ ফিলিস্তিনিকে পূর্ব রাফাহ থেকে সরিয়ে নেওয়া হয়েছে: ইসরায়েল

রাফাহ শহর ও সীমান্ত কেন এত গুরুত্বপূর্ণ?

ব্রাজিলের বন্যা বিপর্যয়ে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১২৭

পৃথিবীতে শক্তিশালী সৌরঝড়ের আঘাত, ইন্টারনেট ও বিদ্যুৎ বিপর্যয়ের শঙ্কা

ফের রাশিয়ার প্রধানমন্ত্রী হলেন মিখাইল মিশুস্টিন

এই বিভাগের সব খবর

শিরোনাম :