সাতক্ষীরায় ১৬টি স্বর্ণের বারসহ ইজিবাইক চালক আটক

সাতক্ষীরায় ১৬টি স্বর্ণের বারসহ অহিদুজ্জামান (৩৫) নামে এক ইজিবাইক চালককে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
বৃহস্পতিবার দুপুর দেড়টার দিকে কলারোয়া উপজেলার কেড়াগাছি সীমান্তের কাকডাঙ্গা এলাকা থেকে তাকে আটক করা হয়।
আটক অহিদুজ্জামান কেড়াগাছি গ্রামের শেখ আব্দুল হামিদের ছেলে।
সাতক্ষীরা ৩৩ বিজিবির অধিনায়ক লে: কর্নেল মোহাম্মদ আল-মাহমুদ এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানান, হরিদাস ঠাকুর আশ্রমের সামনের পাকা রাস্তার ওপর থেকে ইজিবাইক চালক অহিদুজ্জামানকে সন্দেহের ভিত্তিতে তল্লাশি মোট ১৬টি স্বর্ণের বার জব্দ করা হয়।
উদ্ধারকৃত স্বর্ণের আনুমানিক বাজার মূল্য ১ কোটি ৫৯ লক্ষ ৭০ হাজার ২০০ টাকা। এর ওজন ১ কেজি ৮৫৭ গ্রাম। এসময় ইজিবাইকটিও জব্দ করা হয়। পরে চালক অজিদুজ্জামানকে আটক করা।
আটককৃত অহিদুজ্জামানকে কলারোয়া থানায় সোপর্দ করা হয় বলেও জানান ৩৩ বিজিবির অধিনায়ক।
(ঢাকাটাইমস/১ডিসেম্বর/এসএম)

মন্তব্য করুন